kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

runa laila - onek bristi jhore كلمات أغنية

Loading...

অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরিয়ে তুমি এলে…
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে…

যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরিয়ে তুমি এলে…
কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
এলে তুমি অবশেষে…

কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
এলে তুমি অবশেষে
তাই বাতায়নে

ময়ূরেরও ঝিলিমিলি ঝিলিমিলি
আজ সারাদিন ধরে
আমার দুচোখ ভরিয়ে
তুমি এলে…

আমি যেন ঐ
আলোর খেয়ায়
আনমনে ভেসে যায়

কোন স্বপ্নের দেশে যাই
আমি যেন ঐ
আলোর খেয়ায়
আনমনে ভেসে যায়
কোন স্বপ্নের দেশে যাই…
কত শিউলির আনন্দ যায় ডেকে ডেকে
দূর বনভূমি থেকে
কত শিউলির আনন্দ যায় ডেকে ডেকে
দূর বনভূমি থেকে…
তুমি এলে যেন এক মুঠো
চঞ্চল চঞ্চল
খুশি এলো অন্তরে
আমার দুচোখ ভরিয়ে
তুমি এলে…
অনেক বৃষ্টি ঝরে
তুমি এলে
যেন এক মুঠো রোদ্দুর
আমার দুচোখ ভরিয়ে
তুমি এলে…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...