kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

runa laila - kal to chhelam valo كلمات أغنية

Loading...

কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না না না

একেলা রইতে পারি না

কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না না না
একেলা রইতে পারি না

লাজেরি কলি ফুটিয়ে দিলো
হাতেরি পরশে
কারে যে বলি মরি যে আমি
কুমারি বয়সে

লাজেরি কলি ফুটিয়ে দিলো
হাতেরি পরশে
কারে যে বলি মরি যে আমি
কুমারি বয়সে

ঘরে যে মন টিকে না
বাহিরে সুখ মিলে না
না না না
এই জালা সইতে পারি না
না না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না
একেলা রইতে পারি না

কে যেন ডাকে আমারে ডাকে
লুকিয়ে আড়ালে
সমুকে পেলে জড়াবো তারে
বুকেরি আচলে

কে যেন ডাকে আমারে ডাকে
লুকিয়ে আড়ালে
সমুকে পেলে জড়াবো তারে
বুকেরি আচলে

হৃদয়ে তার ঠিকানা
জানে না কেউ জানে না
না না না
তারে যে ভুলতে পারি না
না না
একেলা রইতে পারি না

কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না
একেলা রইতে পারি না

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...