kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ruma sanyal - mon mor megher sangi كلمات أغنية

Loading...

মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ_আলোকে
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে
কলো_কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়_আহ্বানে

মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম

বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো_ছলো তটিনীতরঙ্গে
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো_ছলো তটিনীতরঙ্গে

মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল_তমাল অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে

মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...