kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rp shohag ft. ct foysal - প্রার্থনা - prarthona كلمات الأغنية

Loading...

[verse 1: rp shohag]
১২২৯ জমের রোড ক্রস টিম
এই খেলায় চলে না বাজান ফিক্সিং
আমগো হয় না মিশন মিসিং
সব করাই আছে সেটিং
hip hop করি ভাই আমি মনের থেইকা
তোগো মত দেই না ফিটিং
করস চিটিং
আর কয়দিন
বেশি রাগাইস না
আইসোস জেইন্দা বুইড়া দিমু উন্দীয়া
তোরা গুন্ডা, আমরা গোয়েন্দা
কোন জায়গায় কি করস সব জানি
সকাল থেইকা গাঞ্জার প্যারায় বাইজ্জা যায় নয়টা
দুই দিনের এই দুনিয়াতে বাচমু আর কয়দিন
মরার পরের দিন কইবো সম্পত্তির ভাগ দিন
দুনিয়ার সবচেয়ে আপন জন, হাসরের দিন হইবো পর
বাড়ি,গাড়ি থাকবো না, থাকবো তোর সাড়ে তিন হাত
মাটির ঘর
৬৬৬ আর ৯৯৯ মানে বিডি প্রশাসনের আইন
দুনিয়া যেই কয়দিন আছে এক চক্ষা দাজ্জালের দাইন
পাবলিকরে মফা বুঝাইয়া দিন চালায়
আর সিন বানায়, সাপ দেখলে বিম বজায়
সারা রাত নারী নাচায়, পরের দিন ট্রেন চালায়
hip hop adicted তাই বিট কাপাই
আমি বিটে মানে তোর গার্লফ্রেন্ডে নাচের পেরায়
আমি সিনে মানে তোর বড় ভাইয়ের প্যান্ট বিজা
আমি কাউল মানে
blood ঝরে তাজা, তাজা
এখনো সময় আছে চালু,চালু বাড়ি জাগা
খাজা, খাজা
এনে ক্রস টিমে ফিক্সট ম্যান
তাফালিং করবি মানে তোর লাইফ হইবো ডিসমিস
বাড়িতে গিয়া মাইরে খাওয়াইয়া দিতে কবি কিসমিস
এ……..ই

[chorus: rp & ct]
আমরা সফল কিন্ত ব্যার্থ না
করি আর্থনা
দুই হাত তুইলা খোদার কাছে পর্থনা
বিষণ যন্ত্রণা, আমর সব শেষ
আপন মানুষ দেয় খালি শান্তনা

আমরা সফল কিন্ত ব্যার্থ না
করি আর্থনা
দুই হাত তুইলা খোদার কাছে পর্থনা
বিষণ যন্ত্রণা, আমর সব শেষ
আপন মানুষ দেয় খালি শান্তনা

[verse 2: ct foysal]
তুই ছেরি
আমি মোস্তফা
তুই লেইডি কুত্তা
এইডা গোস্ত খা
দুধ চা বাদ দিয়া রং চা খা
আতংক ছরাইস জরাইস জমফা
আমার মহল্লায় চলে শতসদং টান দিয়াই মজমা
ওই sound ডা বারা
ভাই brotherরা বাজাইবো ডিজে গানডা
চোহের গরম দেখলে সব ঠান্ডা
গলি থেইক্যা চক্র, চক্র থেইক্যা মোড়ে
বাসায় যামু কেমনে
মাথা খালি গুরে
চোখ থাকে লাল
কেউ কথা কয় না ডরে
শুদু জ্বালা একটাই, সরকারি গুনে দরে গুন্ডামি
আমি গুন্ডার লগে করি পংডামি
খবর লইয়া দেক বেডা কে আমি
তুই বুমিকম্প, আমি সুনামি
নতুন কইরা তৈরি করি তালিকা
নষ্টামি করে বালক বালিকা
দুলাভাই লইয়া ঘুরে শালীকা
পাবলিক চেইত্যা গেসে বাংলা চো__ন একটু গালী খা

[chorus: rp & ct]
আমরা সফল কিন্ত ব্যার্থ না
করি আর্থনা
দুই হাত তুইলা খোদার কাছে পর্থনা
বিষণ যন্ত্রণা, আমর সব শেষ
আপন মানুষ দেয় খালি শান্তনা

আমরা সফল কিন্ত ব্যার্থ না
করি আর্থনা
দুই হাত তুইলা খোদার কাছে পর্থনা
বিষণ যন্ত্রণা, আমর সব শেষ
আপন মানুষ দেয় খালি শান্তনা

আমরা সফল কিন্ত ব্যার্থ না
করি আর্থনা
দুই হাত তুইলা খোদার কাছে পর্থনা
বিষণ যন্ত্রণা, আমর সব শেষ
আপন মানুষ দেয় খালি শান্তনা

আমরা সফল কিন্ত ব্যার্থ না
করি আর্থনা
দুই হাত তুইলা খোদার কাছে পর্থনা
বিষণ যন্ত্রণা, আমর সব শেষ
আপন মানুষ দেয় খালি শান্তনা

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...