rokonuzzaman - o mon majhire كلمات الأغنية
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
নদীতে ক্যান ভাসালি তোরই ভাঙা তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
উজান গাঙে নৌকাখানি ছেড়ে
ভাবিস রে তুই ফিরবি কি আর ঘরে?
উজান গাঙে নৌকাখানি ছেড়ে
ভাবিস রে তুই ফিরবি কি আর ঘরে?
ছেড়া পালে ভাঙা হালে
ছেড়া পালে ভাঙা হালে ফিরবে না আর তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
জীবন নদীর দু’কুলে তোর অমানিশার ঝড়
চলার পথে দেখলি কত মরু বালুচর
পাপের বোঝায় নৌকাখানি ভরে
পার পেতে চাস তুই যে কেমন করে
পাপের বোঝায় নৌকাখানি ভরে
পার পেতে চাস তুই যে কেমন করে
সমুখে নাও ভাসা এবার
সমুখে নাও ভাসা এবার ভাটিরও পথ ছাড়ি
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
নদীতে ক্যান ভাসালি তোরই ভাঙা তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
كلمات أغنية عشوائية
- get no sleep collective - partyschiffpirat [radio edit] كلمات الأغنية
- billy kincaid - freakend كلمات الأغنية
- l.i.g.a - drama كلمات الأغنية
- fehrplay - everywhere you go كلمات الأغنية
- homeboy sandman - easy كلمات الأغنية
- compensation/ogc - mr. ohh gee cee كلمات الأغنية
- dylan holland - be my baby كلمات الأغنية
- arthur - where does all the time go كلمات الأغنية
- belen moreno - hace tiempo que cambie كلمات الأغنية
- skylightplug - барыга (drugdealer) كلمات الأغنية