
rokonuzzaman - o mon majhire كلمات أغنية
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
নদীতে ক্যান ভাসালি তোরই ভাঙা তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
উজান গাঙে নৌকাখানি ছেড়ে
ভাবিস রে তুই ফিরবি কি আর ঘরে?
উজান গাঙে নৌকাখানি ছেড়ে
ভাবিস রে তুই ফিরবি কি আর ঘরে?
ছেড়া পালে ভাঙা হালে
ছেড়া পালে ভাঙা হালে ফিরবে না আর তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
জীবন নদীর দু’কুলে তোর অমানিশার ঝড়
চলার পথে দেখলি কত মরু বালুচর
পাপের বোঝায় নৌকাখানি ভরে
পার পেতে চাস তুই যে কেমন করে
পাপের বোঝায় নৌকাখানি ভরে
পার পেতে চাস তুই যে কেমন করে
সমুখে নাও ভাসা এবার
সমুখে নাও ভাসা এবার ভাটিরও পথ ছাড়ি
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
নদীতে ক্যান ভাসালি তোরই ভাঙা তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
كلمات أغنية عشوائية
- tamaki nami - never stop my heart كلمات أغنية
- xyster - suicide كلمات أغنية
- mango - limite fisico del cuore (sienteme) كلمات أغنية
- jane monheit - somewhere over the rainbow كلمات أغنية
- hellogoodbye - prom with jesse كلمات أغنية
- xyster - frozen mind كلمات أغنية
- tose proeski - you are beautiful to me كلمات أغنية
- thierry amiel - de temps en temps كلمات أغنية
- gavin rossdale - forever you may run كلمات أغنية
- the click five - american royalty كلمات أغنية