
rokonuzzaman - he khoda mohan كلمات أغنية
Loading...
মাগো তোমায় দুখের কথা
আর তো কইব না
বুকের মাঝে বইছে নদী
মেঘনা-যমুনা
মাগো তোমায় দুখের কথা
আর তো কইব না
বুকের মাঝে বইছে নদী
মেঘনা-যমুনা
মাগো বিশ্বজুড়ে চলছে যে আজ
নমরূদেরই শাসন
ঘরে ঘরে ফাঁদ পেতে মা
নেয় যে ওরা আসন
মাগো বিশ্বজুড়ে চলছে যে আজ
নমরূদেরই শাসন
ঘরে ঘরে ফাঁদ পেতে মা
নেয় যে ওরা আসন
আমার ভাইয়ের রক্ত নিল
ওই যে হায়েনা
বুকের মাঝে বইছে নদী
মেঘনা-যমুনা
ওই যে কাশ্মীরেতে
বইছে বহুল নদী
খোদার কাছে বলব কী মা
বসে থাকি যদি?
মাগো বসনিয়া আর ফিলিস্তিনের
শোন আহাজারি
খোদার কাছে কাঁদছে নর-নারী
মাগো বসনিয়া আর ফিলিস্তিনের
শোন আহাজারি
খোদার কাছে কাঁদছে নর-নারী
ওদের পাশে চাই দাড়াতে
আর ফিরাইও না
বুকের মাঝে বইছে নদী
মেঘনা-যমুনা
মাগো তোমায় দুখের কথা
আর তো কইব না
বুকের মাঝে বইছে নদী
মেঘনা-যমুনা. . .
كلمات أغنية عشوائية
- willgnn - honrando minha fé كلمات أغنية
- rolo runs the city - the plandemic كلمات أغنية
- art romantic - принимай меня كلمات أغنية
- nova, brxkenhearted - сердце рыцаря (the heart of knight) كلمات أغنية
- badclause music - mənim xətrimə كلمات أغنية
- brahm bean - mama, you've been on my mind كلمات أغنية
- anna mateur - sehnsucht كلمات أغنية
- lucy (cooper b. handy) - folk song كلمات أغنية
- joe heaney - óró, sé do bheatha abhaile كلمات أغنية
- ynkeumalice - life partners كلمات أغنية