
rokon - tumi asbe bole كلمات أغنية
Loading...
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
ঘর সাজালাম আকাশ নীলে
কথা দিলো সন্ধ্যাতারা উঠবে জ্বলে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
এই পৃথিবীর সব কোলাহল
কথা দিলো থমকে যাবে
এক সাগরের এই ব্যবধান
কষ্টগুলো আজ ফুরাবে
এই পৃথিবীর সব কোলাহল
কথা দিলো থমকে যাবে
এক সাগরের এই ব্যবধান
কষ্টগুলো আজ ফুরাবে
তুমি আসবে বলে
নীল জোছনা ছুঁয়ে তোমায়
জোনাকীরা মায়ায় জড়াবে
আজ দু’টি মন হবে আনমন
রাত প্রহরীর ঘুম হারাবে
নীল জোছনা ছুঁয়ে তোমায়
জোনাকীরা মায়ায় জড়াবে
আজ দু’টি মন হবে আনমন
রাত প্রহরীর ঘুম হারাবে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
ঘর সাজালাম আকাশ নীলে
কথা দিলো সন্ধ্যাতারা উঠবে জ্বলে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
كلمات أغنية عشوائية
- lil thymine - nothing human كلمات أغنية
- killy - chosen كلمات أغنية
- echoberyl - twilight zone كلمات أغنية
- hesam steps - kande kari كلمات أغنية
- vivian kuczynski - amor fácil كلمات أغنية
- элиз bet (elizbet) - неинтересно (not interesting) كلمات أغنية
- the red jumpsuit apparatus - face down (demo) كلمات أغنية
- ionnalee - la la love كلمات أغنية
- steve young - if my eyes were blind (1986) كلمات أغنية
- kinger - irishtown road كلمات أغنية