rokon - tumi asbe bole كلمات الأغنية
Loading...
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
ঘর সাজালাম আকাশ নীলে
কথা দিলো সন্ধ্যাতারা উঠবে জ্বলে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
এই পৃথিবীর সব কোলাহল
কথা দিলো থমকে যাবে
এক সাগরের এই ব্যবধান
কষ্টগুলো আজ ফুরাবে
এই পৃথিবীর সব কোলাহল
কথা দিলো থমকে যাবে
এক সাগরের এই ব্যবধান
কষ্টগুলো আজ ফুরাবে
তুমি আসবে বলে
নীল জোছনা ছুঁয়ে তোমায়
জোনাকীরা মায়ায় জড়াবে
আজ দু’টি মন হবে আনমন
রাত প্রহরীর ঘুম হারাবে
নীল জোছনা ছুঁয়ে তোমায়
জোনাকীরা মায়ায় জড়াবে
আজ দু’টি মন হবে আনমন
রাত প্রহরীর ঘুম হারাবে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
ঘর সাজালাম আকাশ নীলে
কথা দিলো সন্ধ্যাতারা উঠবে জ্বলে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
كلمات أغنية عشوائية
- white velvet - maybe if i died كلمات الأغنية
- merkules - godzilla remix كلمات الأغنية
- xyz (pl) - za ostatni grosz كلمات الأغنية
- j. crux - negus كلمات الأغنية
- mcriba - сладости 3 (sweets 3) كلمات الأغنية
- clover lei - oh darling كلمات الأغنية
- the baboon show - jesus كلمات الأغنية
- feminazgûl - i pity the immortal كلمات الأغنية
- painface - sunflowers كلمات الأغنية
- daniel - peão apaixonado كلمات الأغنية