kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rokon - tumi asbe bole كلمات أغنية

Loading...

তুমি আসবে বলে এই শেষ বিকেলে
ঘর সাজালাম আকাশ নীলে
কথা দিলো সন্ধ্যাতারা উঠবে জ্বলে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে

এই পৃথিবীর সব কোলাহল
কথা দিলো থমকে যাবে
এক সাগরের এই ব্যবধান
কষ্টগুলো আজ ফুরাবে

এই পৃথিবীর সব কোলাহল
কথা দিলো থমকে যাবে
এক সাগরের এই ব্যবধান
কষ্টগুলো আজ ফুরাবে
তুমি আসবে বলে

নীল জোছনা ছুঁয়ে তোমায়
জোনাকীরা মায়ায় জড়াবে
আজ দু’টি মন হবে আনমন
রাত প্রহরীর ঘুম হারাবে

নীল জোছনা ছুঁয়ে তোমায়
জোনাকীরা মায়ায় জড়াবে
আজ দু’টি মন হবে আনমন
রাত প্রহরীর ঘুম হারাবে

তুমি আসবে বলে এই শেষ বিকেলে
ঘর সাজালাম আকাশ নীলে
কথা দিলো সন্ধ্যাতারা উঠবে জ্বলে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...