
rodoshi isfar fatemi - shubhojatra كلمات أغنية
Loading...
[verse 1]
যেদিন তুমি কনকচাঁপা কানে গুঁজেছিলে
নীলাভ্র এক ছায়া ছিল তোমারই আড়ালে
আমার দিকে ডাগর চোখে তাকিয়েছিলে
ঠিক যেভাবে তুমি তাকাও আমার দিকে
সেদিন শেষ বাসে করে ফিরছিলাম ঘরে
থেকে যেতে চেয়েছিলাম তোমারই আশ্রয়ে
[chorus]
তবে কি এই আমাদের আকাঙ্ক্ষিত শুভযাত্রা?
নিজেকে মনে মনে শুধাই বারেবারে
তোমায় পাওয়ার বড়ই সাধ ছিল
তবে সাধ্য ছিল না রে
[verse 2]
বিচ্ছিন্ন হলো রাস্তার পর রাস্তা
তবে আমরা হলাম না
ছিল এক অশভনীয় ভয়,জানিনা কি হয়
সকালের চাঁদটা ক্ষয়ে যায় কি না যায়
তবুও মনে বেজে চলছিল তোমার প্রতিধ্বনি
এসেছি তোমায় ভালোবাসতে, তা না হলে আসিনি
[chorus]
তবে কি এই আমাদের আকাঙ্ক্ষিত শুভযাত্রা?
নিজেকে মনে মনে শুধাই বারেবারে
তোমায় পাওয়ার বড়ই সাধ ছিল
তবে সাধ্য ছিল না রে
كلمات أغنية عشوائية
- mystic da kid - need someone كلمات أغنية
- blakytt - даремно (in vain) كلمات أغنية
- kd! (@untitledkd) - on go كلمات أغنية
- организм174 (organizm174) - тебя я (you, i) كلمات أغنية
- serious black - we are the storm كلمات أغنية
- grave robber - the beast within كلمات أغنية
- ka1d - run away?* كلمات أغنية
- h1tn3s - try كلمات أغنية
- jean-louis costes - mon fils pédé drogué كلمات أغنية
- 11to - vocal assistance كلمات أغنية