kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rodoshi isfar fatemi - shomapti كلمات الأغنية

Loading...

[verse]
বাতাসে ছিল একাকিত্বতা
যেদিন তোমার সাথে আমার শেষ দেখা
হোক সে দেখা অদেখা চোখে বাঁধা গোলকধাঁধা
ক্ষয়ে গেল সকালের চাঁদটা

[pre_chorus]
তোমার সুরে সুর মিলিয়ে আমি গান বেঁধেছি
তুমি যে ছিলে আমার লুকোনো রাগিণী
ও প্রিয়, বৃষ্টি থামার কারণ তুমিই তো

[chorus]
আমার সবটুকু আশা জুড়ে ছিলে তুমি
এ কি রূপকথার সমাপ্তি?
শুধু চাই পুরনো দিনগুলো পেতে
কখনো তুমি আমার ছিলে কি?

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...