kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rodoshi isfar fatemi - shesh hemonter brishtite كلمات الأغنية

Loading...

[verse 1]
তোমার সুরে সুর মিলিয়ে আমি গান বেঁধেছি
এক সুরশূন্য বিকট কোলাহলে জড়িয়েছি
তোমার মুখে গল্প না শুনে আমি তোমায় শুনেছি
তোমার কথাগুলোকে আমি গান ভেবেছি

[pre_chorus]
হঠাৎ তোমার অচেনা কণ্ঠের সুর চিনেছি
শেষ হেমন্তের বৃষ্টিতে আমি তোমায় হারিয়েছি

[chorus]
আমার বাঁচার লড়াই তোমার শহরে
হতশ্রয়ী দেয়াল ঘিরে
জানি সুখ আসবে কষ্টের পর পরে
তবে কেন চোখ ছলছল করে?

[verse 2]
শেষ বৃষ্টিতে ভেজা সেই তারাময়ী রাত্রি
ওই ছাড়পোকার কামড়েও ছিল অদ্ভুত প্রশান্তি
তোমার জন্য আমার অজানা এক গভীর আসক্তি
তোমার জন্য বৃষ্টিতে কাকভেজা হতে ছিলনা আপত্তি

[pre_chorus]
হঠাৎ তোমার চেনা কণ্ঠ এমন তো শুনিনি
শেষ হেমন্তের বৃষ্টিকে আমি এখনো ভুলিনি
[chorus]
আমার বাঁচার লড়াই তোমার শহরে
বিবর্ণ দেয়াল ঘিরে
জানি সুখ আসবে কষ্টের পর পরে
তবে কেন চোখ ছলছল করে?

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...