rodoshi isfar fatemi - ragini كلمات الأغنية
Loading...
[verse 1]
রোদের আলোয় মুখরিত পথ জুড়ে
তোমার বিস্তৃত ছায়া
মেঘে ঢাকা তোমার হাসি
এক দূর্লভ দৃশ্য, অদ্ভুত এক মায়া
[pre_chorus]
তোমার গান যেন এক ছলনা
হায়, অদ্ভুত অপরূপ
তোমার মাঝে স্বর্গসুখ পেয়েছি
হায়, এক অনন্য সুখ
তোমার রঙে রোদ ঝলমলে
বসন্তের সুবাস তোমায় ছুঁলে
তোমার জন্য এক গুচ্ছ মালতী
তোমার সাথে শত ফাগুন বাকি
[chorus]
তোমার জন্য ভুলচুক আঁকাআঁকি
তুমি আমার আঁধারের সাঁঝবাতি
তোমার সুরে আমি ডুবুরি
তুমি আমার লুকোনো রাগিণী
[verse 2]
তোমার বলা কথাগুলো যেন বৃষ্টির আওয়াজ
আমি নিস্তব্ধ
তোমার চোখের গড়ন যেন এক অপরূপ নকশা
আমি মন্ত্রমুগ্ধ
كلمات أغنية عشوائية
- anomalie - trance ii: relics كلمات الأغنية
- cozy powell - the right side كلمات الأغنية
- sunidhi chauhan - yeh lamha كلمات الأغنية
- kyr4 - salsa كلمات الأغنية
- finesse gang polo - white tee كلمات الأغنية
- novella inc - un viejo abril كلمات الأغنية
- brycee - back from the dead كلمات الأغنية
- zaho de sagazan - la déraison كلمات الأغنية
- kae.kapone - my love كلمات الأغنية
- project kidz - running man كلمات الأغنية