
rodoshi isfar fatemi - onubhutir aloron كلمات أغنية
[verse 1]
ডিসেম্বরের শুরুর দিকে এক রাতে
শাহবাগের মোড়ে তুমি আর আমি একসাথে
প্রচন্ড শীত, দু’ কাপ চা দু’ হাতে
নিয়ে তুমি এলে ধীরে ধীরে আমার কাছে
[pre_chorus]
কিছু অকথিত কথা, কিছু লুকোনো বাসনা
গানের সুরে আমরা দু’জনাই আনমনা
[chorus]
আমার সবটুকু আশা জুড়ে আছো তুমি
একি অনুভূতির আলোড়ন?
এ ম্রিয়মাণ রাত আলোকিত করে দিলে তুমি
একি রূপকথার আগমন?
[verse 2]
শীতল সে হাত বাড়িয়ে দিলে আমার কোলে
লাজুক সে হাসি পারিনি আমি লুকোতে
এগিয়ে যাই ফুটপাথ ধরে ঘরের দিকে
মনে হলো হঠাৎ ঘর পেয়েছি তোমার মাঝে
[pre_chorus]
কিছু না বলা কথা, কিছু লুকোনো বাসনা
অচেনা পথেও আমরা আর নই ছন্নছাড়া
[chorus]
আমার সবটুকু আশা জুড়ে আছো তুমি
একি অনুভূতির আলোড়ন?
এ ম্রিয়মাণ রাত আলোকিত করে দিলে তুমি
একি রূপকথার আগমন?
[post_chorus]
একি অনুভূতির আলোড়ন,একি রূপকথার আগমন
একি এই রাতের আয়োজন
একি অনুভূতির আলোড়ন,একি রূপকথার আগমন
একি এই রাতের আবেদন?
كلمات أغنية عشوائية
- hometown losers - divine كلمات أغنية
- foyone - rico sin denuncia كلمات أغنية
- mihty, jeremih & ty dolla $ign - rewind (demo) كلمات أغنية
- rhoody - gandhi كلمات أغنية
- daquanboi - rhythm roulette كلمات أغنية
- doezis & reda rwena - gib ihm fatality كلمات أغنية
- tr!zzy - good morning misery. كلمات أغنية
- lil ketch - fidget $pinner كلمات أغنية
- yung mike 222 - don't eat my ass كلمات أغنية
- bobby o - somebody كلمات أغنية