rodoshi isfar fatemi - o priyo كلمات أغنية
Loading...
[verse 1]
তোমার চাওয়াতে, তোমার পাওয়াতে আমি তোমার
তোমার দু’চোখে, তোমার ঠোঁটে_গালে আমি তোমার
তোমার গাওয়াতে গিটারের তার সুর খুঁজে পায়
তোমার চলাতে স্তম্ভিত শহর থমকে যায়
[chorus]
ও প্রিয়, তুমি ছাড়া পৃথিবী গানবিহীন
তুমি ছাড়া জীবনটা রংবিহীন
তোমার হাসিতে আমি স্বর্গ খুঁজে পাই
ও প্রিয়,তোমার নাম আমার প্রতি নিশ্বাসে
রহস্য জমে আছে বাতাসে
তোমার মোহন দু’চোখে আমি হারিয়ে যাই
[verse 2]
কোনো এক হেমন্তে, সোনালি শহরে আমি তোমার
গা ভেজা বৃষ্টিতে, প্রখর রোদ্দুরে আমি তোমার
তোমার গাওয়াতে গিটারের তার সুর খুঁজে পায়
তোমার চলাতে স্তম্ভিত শহর থমকে যায়
[chorus]
ও প্রিয়,তুমি ছাড়া পৃথিবী গানবিহীন
তুমি ছাড়া জীবনটা রংবিহীন
তোমার হাসিতে আমি স্বর্গ খুঁজে পাই
ও প্রিয়, তোমার নাম আমার প্রতি নিশ্বাসে
রহস্য জমে আছে বাতাসে
তোমার মোহন দু’চোখে আমি হারিয়ে যাই
كلمات أغنية عشوائية
- mariam the believer - opening كلمات أغنية
- savas & sido - royal bunker (smoove remix) كلمات أغنية
- lazarath / sentence - lazarath - betrayed كلمات أغنية
- she & him - he gives his love to me كلمات أغنية
- nerone - money booty كلمات أغنية
- thomas sanders - on the borderline كلمات أغنية
- pi'erre bourne - she كلمات أغنية
- fl.e - capuché dans l'bât كلمات أغنية
- lil wolfie - ender pearl harbor - official lil wolfie song كلمات أغنية
- kyle bent - heaven (interlude) كلمات أغنية