rodoshi isfar fatemi - o priyo كلمات الأغنية
Loading...
[verse 1]
তোমার চাওয়াতে, তোমার পাওয়াতে আমি তোমার
তোমার দু’চোখে, তোমার ঠোঁটে_গালে আমি তোমার
তোমার গাওয়াতে গিটারের তার সুর খুঁজে পায়
তোমার চলাতে স্তম্ভিত শহর থমকে যায়
[chorus]
ও প্রিয়, তুমি ছাড়া পৃথিবী গানবিহীন
তুমি ছাড়া জীবনটা রংবিহীন
তোমার হাসিতে আমি স্বর্গ খুঁজে পাই
ও প্রিয়,তোমার নাম আমার প্রতি নিশ্বাসে
রহস্য জমে আছে বাতাসে
তোমার মোহন দু’চোখে আমি হারিয়ে যাই
[verse 2]
কোনো এক হেমন্তে, সোনালি শহরে আমি তোমার
গা ভেজা বৃষ্টিতে, প্রখর রোদ্দুরে আমি তোমার
তোমার গাওয়াতে গিটারের তার সুর খুঁজে পায়
তোমার চলাতে স্তম্ভিত শহর থমকে যায়
[chorus]
ও প্রিয়,তুমি ছাড়া পৃথিবী গানবিহীন
তুমি ছাড়া জীবনটা রংবিহীন
তোমার হাসিতে আমি স্বর্গ খুঁজে পাই
ও প্রিয়, তোমার নাম আমার প্রতি নিশ্বাসে
রহস্য জমে আছে বাতাসে
তোমার মোহন দু’চোখে আমি হারিয়ে যাই
كلمات أغنية عشوائية
- charger (usa) - stay down كلمات الأغنية
- exist - through suffering he paints the universe كلمات الأغنية
- lord jamar - intro كلمات الأغنية
- harrow - embrace the world كلمات الأغنية
- frankie the one - block is hot كلمات الأغنية
- heymrnoodles - darkside كلمات الأغنية
- algora - monty clift كلمات الأغنية
- thefatrat & alexa - rule the world كلمات الأغنية
- runelord - temple of vitalism كلمات الأغنية
- j-real - no trust كلمات الأغنية