rodoshi isfar fatemi - kather projapoti كلمات الأغنية
[verse 1]
অগ্রহায়নের এক দুপুর
মেঘে ঢাকা সূর্য আঁকে সুখের আল্পনা
রোজ বুধবারে কি শুধু তোমার শহরেই
ছেয়ে থাকে এই মিষ্টি নিস্তব্ধতা?
টুকরো মেঘের আস্তরনগুলো
যেন বিশাল এক orchestra
কবিতার শব্দগুলো জুড়ে দেওয়া দৃশ্য
ছেয়ে থাকে একরাশ কল্পনা
[chorus]
তোমার এ সুখস্মৃতির বানানো কাঠের প্রজাপতি
পরিয়ে দিতে চায় অনামিকায় আংটি
হয়েছি কবেই রাজি মুখ ফুটে বলতে পারিনি
ভেবেছি প্রতিদিন, তোমায় আমার দিব্যি
আজ তুমি আমার হবে কি?
চিরকাল তুমি কি আমারই?
[verse 2]
আজ প্রকৃতি কিছু লিখতে বলছিলো
একটু আগে দুঃখ জমা দিয়ে এসেছি
তাই দ্বিধাহীন ভাবে আলাপ করছি সুখের
যেন দিনশেষে তুমি আমার ডায়েরি
অহেতুক এই বৃষ্টিভেজা ভাব
এই নভেম্বরে মেঘের ঘুরতে আসা কিসের?
আমি সেই বৃষ্টি যে শুধু তোমার জন্যেই পরে
এ কথা জানিয়ে দিলাম মেঘেদের
[chorus]
তোমার এ সুখস্মৃতির বানানো কাঠের প্রজাপতি
পরিয়ে দিতে চায় অনামিকায় আংটি
হয়েছি কবেই রাজি মুখ ফুটে বলতে পারিনি
ভেবেছি প্রতিদিন,তোমায় আমার দিব্যি
আজ তুমি আমার তা জানি
চিরকাল তুমি ছিলে আমারই!
كلمات أغنية عشوائية
- the-dream - cardinal sin كلمات الأغنية
- les anticipateurs - j'ai besoin كلمات الأغنية
- mc eugenio - canecão jazz كلمات الأغنية
- robert de boron - jenny (feat. daichi diez & shaira) كلمات الأغنية
- alejandro sanz - aprendiz (unplugged) كلمات الأغنية
- yz dream - workaholics كلمات الأغنية
- voxxclub - juchee auf der hohen alm كلمات الأغنية
- orion the hunter - i call it love كلمات الأغنية
- azizi gibson - rest in peace كلمات الأغنية
- mitch hedberg - the velcro wallet كلمات الأغنية