rodoshi isfar fatemi - boshontodut كلمات الأغنية
[pre_chorus: rodoshi isfar fatemi]
তুমি এলে পথ পেরিয়ে
বৃষ্টি শেষে মিষ্টি আলোর মতো
বসন্তদূত,ফুলের মুকুট
কি মধুর দৃশ্য ও প্রাণপ্রিয়!
আমার বাড়ির চৌকাঠে তোমার রইল নিমন্ত্রণ
বাসন্তীলতা দিয়ে সাজিয়ে করব তোমায় বরণ
[chorus: rodoshi isfar fatemi]
তোমার কাজলচোখে আমার হাসিগুলো জমে আছে
তোমায় দেখে জমাট বাঁধা নিশ্বাসগুলো ফিরে আসে
কোকিলের কণ্ঠ যেমন বসন্ত সকালের সাথী
তুমি সেভাবে আমার থেকো,থেকো আমার অমরাবতী
[pre_chorus: rodoshi isfar fatemi, sahil sanjan]
তুমি বললে মুচকি হেসে
বৃষ্টি হওয়ার কারণ তুমিই তো!
ওই চোখদুটো প্রাণবন্ত
কি মধুর সান্নিধ্য, প্রিয়!
থেকো আমার ঘরে চিরজীবন, তবে অতিথি হয়ে না
তোমায় ছিল কিছু কথা বলার, আমার প্রিয়তমা
[chorus: sahil sanjan, rodoshi isfar fatemi, rodoshi isfar fatemi & sahil sanjan]
তোমার কাজলচোখে আমার আশাগুলো জমে আছে
তোমায় দেখে জমাট বাঁধা আশ্বাসগুলো ছুটে আসে
কোকিলের কণ্ঠ যেমন বসন্ত সকালের সাথী
তুমি সেভাবে আমার থেকো,জীবনের চিরস্থায়ী
[post_chorus: sahil sanjan, rodoshi isfar fatemi]
আমার প্রিয়তমা, অতিথি হয়ে থেকো না
আমার জীবনের চিরস্থায়ী, তুমিই পথচলার সাথী
আমার বসন্তদূত, বৃষ্টিঝড়া ফুলের মুকুট
যেন এক অমরাবতী, তুমিই বসন্ত সকালের সাথী
كلمات أغنية عشوائية
- hunters collectors - betrayer كلمات الأغنية
- hot chip - sexual chocolate كلمات الأغنية
- human drama - sad i cry كلمات الأغنية
- journey - somethin' to hide كلمات الأغنية
- howlin wolf - the natchez burnin' كلمات الأغنية
- humanwine - script language كلمات الأغنية
- humble pie - red light mama red hot! كلمات الأغنية
- howling bells - i'm not afraid كلمات الأغنية
- hue cry - cynical كلمات الأغنية
- human highway - what world كلمات الأغنية