
rodoshi isfar fatemi - boshontodut كلمات أغنية
[pre_chorus: rodoshi isfar fatemi]
তুমি এলে পথ পেরিয়ে
বৃষ্টি শেষে মিষ্টি আলোর মতো
বসন্তদূত,ফুলের মুকুট
কি মধুর দৃশ্য ও প্রাণপ্রিয়!
আমার বাড়ির চৌকাঠে তোমার রইল নিমন্ত্রণ
বাসন্তীলতা দিয়ে সাজিয়ে করব তোমায় বরণ
[chorus: rodoshi isfar fatemi]
তোমার কাজলচোখে আমার হাসিগুলো জমে আছে
তোমায় দেখে জমাট বাঁধা নিশ্বাসগুলো ফিরে আসে
কোকিলের কণ্ঠ যেমন বসন্ত সকালের সাথী
তুমি সেভাবে আমার থেকো,থেকো আমার অমরাবতী
[pre_chorus: rodoshi isfar fatemi, sahil sanjan]
তুমি বললে মুচকি হেসে
বৃষ্টি হওয়ার কারণ তুমিই তো!
ওই চোখদুটো প্রাণবন্ত
কি মধুর সান্নিধ্য, প্রিয়!
থেকো আমার ঘরে চিরজীবন, তবে অতিথি হয়ে না
তোমায় ছিল কিছু কথা বলার, আমার প্রিয়তমা
[chorus: sahil sanjan, rodoshi isfar fatemi, rodoshi isfar fatemi & sahil sanjan]
তোমার কাজলচোখে আমার আশাগুলো জমে আছে
তোমায় দেখে জমাট বাঁধা আশ্বাসগুলো ছুটে আসে
কোকিলের কণ্ঠ যেমন বসন্ত সকালের সাথী
তুমি সেভাবে আমার থেকো,জীবনের চিরস্থায়ী
[post_chorus: sahil sanjan, rodoshi isfar fatemi]
আমার প্রিয়তমা, অতিথি হয়ে থেকো না
আমার জীবনের চিরস্থায়ী, তুমিই পথচলার সাথী
আমার বসন্তদূত, বৃষ্টিঝড়া ফুলের মুকুট
যেন এক অমরাবতী, তুমিই বসন্ত সকালের সাথী
كلمات أغنية عشوائية
- trepac - kavaler كلمات أغنية
- marracash - mixare è bello كلمات أغنية
- corey ellis - let's go كلمات أغنية
- offf topic - precipitation كلمات أغنية
- jeune ras - a-t-on déjà vu كلمات أغنية
- cgm - what's all the gossip? كلمات أغنية
- m.c. the emcee - outro كلمات أغنية
- gangs tyler - nothin less كلمات أغنية
- the farstar - count it down from 60 كلمات أغنية
- b.o.b - fingerprint كلمات أغنية