kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rocksalt bangladesh - nishpotti كلمات أغنية

Loading...

[verse 1]
যদি খোঁজো আমায় এই লুকনো পথে
তবে তুমি কি আজও আমায় পেয়েছো?
হারানো স্মৃতির মাঝে লুকিয়ে আমি
একা একা দাঁড়িয়ে এখনও

[chorus]
এই পথের এক বাঁকে তুমি যদি ঘুরে দাঁড়িয়ে
পেছনে তাকিয়ে দেখ আমি
ফেলে দীর্ঘশ্বাস নীরবে, আঁধারে যত
কান্নাগুলো লুকাই
দূরে কোথাও খুঁজেই যাই তোমায় ভালোবাসি বলে
খুঁজে পাবে আবার
সেই পুরোনো এপিটাফে
পুরোনো এপিটাফে

[guitar solo]

[verse 2]
মনের মাঝে ছবি আঁকা ছিল
তোমার রংতুলি দিয়ে
আঁকা সেই ছবি মুছে ফেলেছি
আবার তুমি ফিরে এলে
মনের মাঝে ছবি আঁকা ছিল
তোমার রংতুলি দিয়ে
আঁকা সেই ছবি মুছে ফেলেছি
আবার তুমি ফিরে এলে!
[chorus]
এই পথের এক বাঁকে তুমি যদি ঘুরে দাঁড়িয়ে
পেছনে তাকিয়ে দেখ আমি
ফেলে দীর্ঘশ্বাস নীরবে, আঁধারে যত
কান্নাগুলো লুকাই
তুমি যদি আমার এই লাশের পাশে
ফিরে তাকিয়ে দেখো শেষ এপিটাফে
শেষ এপিটাফে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...