kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rocking guys - cholna sujon كلمات الأغنية

Loading...

মন আকাশে বৃষ্টি আসে, রোদ্র মেঘের জুটি।
আজ নতুন আলোয় অধার কলোর খুনশুটি।
ঝড়ের বেশে এলোকেশে,কাজল সে চোখ দুটি,
দিলো কঠিন কথার বিষণ্ণতার ছুটি।

তারই সাথে খেলনা পাতে, অযথা হাসাহাসি
হাজার বারণ,আরো কারণ, তবু সে দ্বারেই আসি ৷
চলনা সুজন, মিলে দু’জন ঐ নীল আকাশে ভাসি ৷

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...