rjsken - everybody dies in their nightmare (remix) كلمات الأغنية
tired of feelin’ like i’m trapped in my d_mn mind
tired of feelin’ like i’m wrapped in a d_mn lie
tired of feelin’ like my life is a d_mn game
n_gga really wanna die in the nighttime (2x)
বাস্তবতা মনে হয় যেন দুঃস্বপ্ন
দেখি বারবার ভেজা দুই নয়ন
দেখবো না কোনো দিন সুখ হয়তো
জয় পেতে মরতে হয় এ কোন যুদ্ধ লড়ছি??
ছিলো যা কিছু আমাদের মধ্যে সব কি মিথ্যা?
গভীর বিশ্বাস ছিলো ভালোবাসার উপর
এখন, গম্ভীর নিশ্বাস আর অস্থির চিন্তা, নিজের হাতে গড়া কারাগারে বন্দী ও নিরাশ হই
না পারি মরতে না পারি সইতে
সমাধান করতে এড়িয়ে চলি
যা অধিকতর বিষাক্ত হয়
চূর্ণ এ হৃদয়ে একটাই ত ভয়
তোকে ছাড়া যদি বেঁচে থাকতে হয়
ধীরে ধীরে সময় পূর্ণ করে ক্ষয়
কিন্তু সব তোর জন্য মায়াময়
দূরত্ব নগন্য তোর জন্য যা
আমার কাছে তা লাগে শতাধিক অতিশয়
বুকে তে পাথর রেখে আজও
নিজেকে বলি “বেঁচে থাক”
একাই চলি ভরসা কারও
উপর নাই তবুও তোকে পেতে পারি দিতে পারি সাত সমুদ্র
tired of feelin’ like i’m trapped in my d_mn mind
tired of feelin’ like i’m wrapped in a d_mn lie
tired of feelin’ like my life is a d_mn game
n_gga really wanna die in the nighttime
চোখের পলকে ঘনিয়ে এসেছে রাত
অভিমানী সূর্য ছেড়ে দিয়েছে সাথ তাই
আঁধারে পথ খুজতে বেরিয়েছি আজ
সাথে চাঁদ ও তারা বাড়িয়ে দিয়েছে হাত
كلمات أغنية عشوائية
- britney spears - you oughta know كلمات الأغنية
- bastard (metal) - under the tattered banners (of rock n roll) كلمات الأغنية
- the midgard project - at the failing of light كلمات الأغنية
- vald - la folie كلمات الأغنية
- lawfulgoof - gilgamesh كلمات الأغنية
- the zombies - and we were young again كلمات الأغنية
- галантерея (galanteria) - магаз (store) كلمات الأغنية
- lit kxbrv, vampire666 darknoise - money in my head كلمات الأغنية
- tyler dial - runnin' downhill كلمات الأغنية
- insolent myth - black blood كلمات الأغنية