
rinku - oshomoye bashi كلمات أغنية

অসময় বাশি বাজাই কেরে পরান আমার
ভাইরাম ভাইরাম করে
অসময় বাশি বাজাই কেরে পরান আমার
ভাইরাম ভাইরাম করে
আমি সয়তে নারি কয়তে নারি
জালা সহেনা আমা-র অন্তরে
অসময় বাশি বাজাই কেরে পরান আমার
ভাইরাম ভাইরাম করে
আমি একেতে অবলা বালা
সহেনা বিরহ জালা
আর-অ জালা ঘরের-অ ভিতরে বন্ধুরে
আর-অ জালা ঘরের-অ ভিতরে
আমার সাসরি ননদি তারাই হল বাদি
আমার সাসরি ননদি তারাই হল বাদি
কেমনে থাকি গু আর ঘরে
অসময় বাশি বাজাই কেরে পরান আমার
ভাইরাম ভাইরাম করে
যখন আমি ঘুমে থাকি তুমাকে সপনে দেখি
নিদ্রা বংগ হয় আচম কিতে বন্দুরে
নিদ্রা বংগ হয় আচম কিতে
তখন নাহরিয়া চন্দ্র মুখ নিদরিয়া জায় বুক
তখন নাহরিয়া চন্দ্র মুখ নিদরিয়া জায় বুক
নয়ন ভাসে আখি নিডে
অসময় বাশি বাজাই কেরে পরান আমার
ভাইরাম ভাইরাম করে
কি সুরে বাশি বাজায়া কাডিইলি আমার হিয়া
দিবানিসি জলে ঘসে ঘসে
দিবানিসি জলে ঘসে ঘসে
তুমি সুন অ হে চিকন কালা আর বাশি বাজায় না
তুমি সুন অ হে চিকন কালা আর বাশি বাজায় না
সংগে সাথি করে নাউ মুরে
অসময় বাশি বাজাই কেরে পরান আমার
ভাইরাম ভাইরাম করে
অসময় বাশি বাজাই কেরে পরান আমার
ভাইরাম ভাইরাম করে
আমি সয়তে নারি কয়তে নারি
জালা সহেনা আমা-র অন্তরে
অসময় বাশি বাজাই কেরে পরান আমার
ভাইরাম ভাইরাম করে
অসময় বাশি বাজাই কেরে পরান আমার
ভাইরাম ভাইরাম করে
অসময় বাশি বাজাই কেরে পরান আমার
ভাইরাম ভাইরাম করে
كلمات أغنية عشوائية
- aki loud - bankroll كلمات أغنية
- 600 iq big man - return of the iq كلمات أغنية
- b3rror - backing down كلمات أغنية
- quatro vision - naku blowed كلمات أغنية
- scandal (jpn) - brand new wave كلمات أغنية
- xiii (13) - демоны делают фонк (demons make phonk) كلمات أغنية
- ghemon - lucido (interlude) كلمات أغنية
- pavilions exit - offline كلمات أغنية
- thomas buttenschøn - du var mand engang كلمات أغنية
- coffee & cream - 99 girlfriends كلمات أغنية