
rick & sharmi - purano sei diner kotha كلمات أغنية
Loading...
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়–
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়–
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥
كلمات أغنية عشوائية
- fuji-joe - adieu كلمات أغنية
- эбойгрин (aboygreen) & ioxi - techno show كلمات أغنية
- nuk - soxial distanxe كلمات أغنية
- julien doré - cuitas les bananas كلمات أغنية
- tonymix - travay كلمات أغنية
- andre lawrence - mind's good كلمات أغنية
- seru the ellipsis & thekidsnextdoor - nuts out كلمات أغنية
- brokehelddown - gamble كلمات أغنية
- siro666 - snufffairy كلمات أغنية
- cesair - isolde كلمات أغنية