
rezwana chowdhury banya - amar ae path كلمات أغنية
Loading...
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার বাঁশি তোমার হাতে
ফুটোর পরে ফুটো তাতে–
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে-
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে-
– তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
كلمات أغنية عشوائية
- james mcnair - partying degree كلمات أغنية
- boikongpop - obkyrysh/akyla كلمات أغنية
- og kemi - etx2 ft blame steez كلمات أغنية
- jade (uk) - away from the family كلمات أغنية
- honeybee jackson - died of a broken heart and alcohol posioning كلمات أغنية
- mounts - color crema كلمات أغنية
- iván escolano - 4br4z4rte كلمات أغنية
- christian cordan - go كلمات أغنية
- чувство (chuvstvo) - вина (fault) كلمات أغنية
- whoiszari? - lge كلمات أغنية