kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rezwana chowdhury bannya - aaji barishan mukharito كلمات أغنية

Loading...

আজি বরিষন মুখরিত
শ্রাবণ রাতে
স্মৃতি বেদনার মালা, একেলা গাথি।

আজ কোন ভুলে ভুলি
আধার ঘরেতে রাখি দুয়ার খুলি
মনে হয় বুঝি আসিছে সে
মোর দুখ রজনির সাথি।
আসিছে সে, ধারা জলে
সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে।।

যদিওবা নাহি আসে
তবু বৃথা আস্বাসে
ধুয়ে পরে রাখি বরে
মিলন আসন খানি পাতি।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...