
rezwana chowdhury bannya - aaji barishan mukharito lyrics
Loading...
আজি বরিষন মুখরিত
শ্রাবণ রাতে
স্মৃতি বেদনার মালা, একেলা গাথি।
আজ কোন ভুলে ভুলি
আধার ঘরেতে রাখি দুয়ার খুলি
মনে হয় বুঝি আসিছে সে
মোর দুখ রজনির সাথি।
আসিছে সে, ধারা জলে
সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে।।
যদিওবা নাহি আসে
তবু বৃথা আস্বাসে
ধুয়ে পরে রাখি বরে
মিলন আসন খানি পাতি।
كلمات أغنية عشوائية
- cristiano araújo - bara bara lyrics
- tapeface - canyon lyrics
- carlos pluto - famous lyrics
- kazzy chase - bully lyrics
- mike pinto - truth serum lyrics
- werd - rhymes with purple lyrics
- jack savoretti - soldier's eyes lyrics
- giant panda guerilla dub squad - mr. cop lyrics
- alan jackson - (who says) you can't have it all lyrics
- molesta - za dalekie odloty lyrics