
rezwana chowdhuri bonya - ami kaan pete roi كلمات أغنية
আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্ রাতের পাখি গায় একাকী
রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কে সে মোর কেই বা জানে,
কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
কে সে মোর কেই বা জানে,
কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে,
ও সে আমায় জানি পাঠায় বাণী
আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-বারে বারে
কান পেতে রই
كلمات أغنية عشوائية
- dream academy - bound to be كلمات أغنية
- bob geldof - silly pretty thing كلمات أغنية
- fray - munich كلمات أغنية
- dr buzzards original savannah band - i'll play the fool كلمات أغنية
- dragonforce - dawn over a new world كلمات أغنية
- bob wills - san antonio rose كلمات أغنية
- bob schneider - mudhouse كلمات أغنية
- bobby caldwell - cry كلمات أغنية
- downhere - iliad كلمات أغنية
- bob fitts - blessed assurance كلمات أغنية