rezwana choudhury bannya - likhono tomar dhulay كلمات الأغنية
Loading...
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়… লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া ।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো… ।।
রেখ না আর বেধোনা আর,
কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো আমায় নিয়ে করে কেবল খেলা ।
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো আমায় নিয়ে করে কেবল খেলা ।
ঝড়কে আমি করবো মিতে, ডোরব না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাচি। আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া।
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া ।
كلمات أغنية عشوائية
- baby e - sugar don't let me down كلمات الأغنية
- superb - break out كلمات الأغنية
- nitecreep - lone boy كلمات الأغنية
- infidelix - breathe كلمات الأغنية
- dehmo - crimes كلمات الأغنية
- plutonio - a culpa é desses shots كلمات الأغنية
- lvpvs - tu me trompes avec un oiseau كلمات الأغنية
- redemption - at day's end كلمات الأغنية
- rochdi - fugitive beauté كلمات الأغنية
- cranston - lay back كلمات الأغنية