
rezwana choudhury bannya - likhono tomar dhulay كلمات أغنية
Loading...
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়… লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া ।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো… ।।
রেখ না আর বেধোনা আর,
কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো আমায় নিয়ে করে কেবল খেলা ।
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো আমায় নিয়ে করে কেবল খেলা ।
ঝড়কে আমি করবো মিতে, ডোরব না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাচি। আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া।
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া ।
كلمات أغنية عشوائية
- dens - sackcloth & ash كلمات أغنية
- kube - chillaa jo كلمات أغنية
- skirts - stagnant كلمات أغنية
- sammi cheung 鄭秀文 - 苦戀 hard to love كلمات أغنية
- gutta south click - backroads كلمات أغنية
- sunsay - ни одной (ni odnoi) كلمات أغنية
- lê minh bằng - bốn ngả đường quê hương كلمات أغنية
- hearts & colors - lucky man كلمات أغنية
- fatelive - new oath كلمات أغنية
- ymgrey - cleopatra كلمات أغنية