
rezwana choudhury bannya - ami tomar sange bendhechhi amar pran كلمات أغنية
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ
সুরেরও বাঁধনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ
সুরেরও বাঁধনে
সে সাধনায় মিশিয়া যায় বকুলও গন্ধ
সে সাধনায় মিলিয়া যায় কবিরও ছন্দ
তুমি জানো না, ঢেকে রেখেছি তোমারও নাম
রঙিনও ছায়ার আচ্ছাদনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে
তোমার অরূপও মূর্তিখানি
ফাল্গুনেরও আলোতে বসাই আনি
অরূপও মূর্তিখানি
ফাল্গুনেরও আলোতে বসাই আনি
অরূপও মূর্তিখানি
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূরও দিগন্তে
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূরও দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানেরও তানেরও সে উন্মাদনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে
كلمات أغنية عشوائية
- bones - passion كلمات أغنية
- nicola siciliano - freestyle #4 كلمات أغنية
- raben - odklejka كلمات أغنية
- kiismin - toxic (ft. veronica bravo) كلمات أغنية
- lina stalyte - never grow up كلمات أغنية
- cameron sanderson - chicken wing كلمات أغنية
- perdonado - contigo كلمات أغنية
- deathsiege - at the ruins of legacy كلمات أغنية
- wannted gc - alien كلمات أغنية
- v1ll14n - braindmg كلمات أغنية