redleafhimel - তোমার ছবি আমার মন كلمات أغنية
প্রথম স্তবক:
তোমার ছবি আমার মন এ, রয়েছে শুধু তোমার জন্য
স্বপ্নগুলো তুলে নেই, আমি হৃদয় ভরে ছন্দ
রাতের নিশীতে, আলো ফিরে আসে
তোমার হাসি দেখে, হৃদয় আমার রসে
কোরাস:
তোমায় ছাড়া আমি, একলা ভাবি রাত এ
স্বপ্নগুলো নিয়ে, জীবন ভরে যায় সাথে
প্রেমের এই গান, শুধু তোমার জন্য
হৃদয়ের মধ্যে, রয়েছে স্বপ্ন ভোর
দ্বিতীয় স্তবক:
হাওয়া ঝুরে যায়, তোমার নাম শুনি
মনের কথা বলি, চোখের জল ভুলে যাইুনি
সব সময় তোমায় চাওয়া, আমার প্রার্থনা
তোমার হাতে হাত রেখে, পাব শান্তি সোনা
কোরাস (পুনরায়):
তোমায় ছাড়া আমি, একলা ভাবি রাত এ
স্বপ্নগুলো নিয়ে, জীবন ভরে যায় সাথে
প্রেমের এই গান, শুধু তোমার জন্য
হৃদয়ের মধ্যে, রয়েছে স্বপ্ন ভোর
ব্রীজ (bridge):
চিরদিন থাকবে তোমার চোখের আলো
মনের ভেতরে শুধু তোমার কথা বলো
স্বপ্নগুলো তুলে, হৃদয় ভরে যায়
তোমার সঙ্গে শান্তি, আমার প্রাণ ভরে পাই
كلمات أغنية عشوائية
- lil bent - you just got sauced up كلمات أغنية
- denimadic - roll with me كلمات أغنية
- joey jester - beyond كلمات أغنية
- die toten hosen - bonnie & clyde (englisch) كلمات أغنية
- shatta wale - starboy كلمات أغنية
- stranger (rapper) - bipolare كلمات أغنية
- velozza - excluded human being كلمات أغنية
- ikimono gakari - itsudatte bokura wa كلمات أغنية
- emmelie de forest - what are you waiting for كلمات أغنية
- oh sees - always flying كلمات أغنية