
recall - prem shomachar كلمات أغنية
ভালো যদি নাইবা বাসিস
তবে কেন কাছে আসিস?
ভালোবাসার প্যাঁচ খেলাতে
মিছে কেন আমায় বাঁধিস?
ভালো যদি নাইবা বাসিস
তবে কেন কাছে আসিস?
ভালোবাসার প্যাঁচ খেলাতে
মিছে কেনো আমায় বাঁধিস?
নিজের চলন করে বাঁকা
অভিনয়ে তুই সে পাকা
হরহামেশা করিস বসে
আমার পকেট ফাঁকা
নিজের চলন করে বাঁকা
অভিনয়ে তুই সে পাকা
হরহামেশা করিস বসে
আমার পকেট ফাঁকা
ভালোবাসার কচকচানী ভাল্লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার পড়সে ঠেকা কার?
ভালোবাসার কচকচানী ভাল্লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার পড়সে ঠেকা কার?
বিনিময়ে ছুঁইতে গেলে
ঝাড়ু_ঝাঁটা সবই মেলে
তবু তোরে উজাড় করে দিলাম সবই
বুঝলে অমন মারবি ফাঁকি
সুখের এমন স্বপ্ন আঁকি?
অত সোহাগ আদর দিয়ে
ময়না_টিয়া পাখি ডাকি?
নিজের চলন করে বাঁকা
অভিনয়ে তুই সে পাকা
হরহামেশা করিস বসে
আমার পকেট ফাঁকা
ভালোবাসার কচকচানী ভাল্লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার পড়সে ঠেকা কার?
ভালোবাসার কচকচানী ভাল্লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার পড়সে ঠেকা কার?
كلمات أغنية عشوائية
- yokeegan - rapture كلمات أغنية
- aditi dot. - lillian كلمات أغنية
- cat & calmell - dramatic (acoustic) كلمات أغنية
- dragana mirković - hoću sve كلمات أغنية
- sunnycide - sow كلمات أغنية
- jayden, manuel mtb - 12 am كلمات أغنية
- amir fels - noise كلمات أغنية
- iyvi - rn كلمات أغنية
- atræ bilis - to snuff the spirit guides كلمات أغنية
- lathan warlick - stay up كلمات أغنية