
recall - ghum lyrics
Loading...
ঘুম ঘুম দুচোখে তোমার,
কাহার মোহ কাহার মায়া?
উজাড় করা ভাবনা গুলো,
ঘুম উদাসী, রাত্রি জাগা ।
ঘুম ঘুম দুচোখে তোমার,
কাহার মোহ কাহার মায়া?
অনাগত ইচ্ছে গুলো,
নিয়ম ভেঙে বাঁধন হারা ।
আগলে রাখা মনের ভেতর
নতুন কিছু আশা,
আড়াল করে, মনের ভুলে … হাসা ।
কাহার নামে, বন্দি খামে,
গল্প গুলো রাখা?
ভবঘুরে মন, স্বপ্ন বুনে,
মেশে আবেগে … ।
কোনো বর্ষা ভেজা ভোরে,
দেখছো আকাশ জানালা ধরে ।
Random Lyrics
- qm (korean) - 지뢰밭 (mine) lyrics
- b-lash - ende lyrics
- kevin scampoli - new soul pt.ii lyrics
- ol' kainry - tadatata lyrics
- siya - slide lyrics
- jmsn - delay lyrics
- d-bo - das leben lyrics
- dieter thomas kuhn - sag mir quando, sag mir wann lyrics
- ninavo - pas de regrets lyrics
- rap addix - nawarstwiam brud lyrics