
recall - ghum كلمات أغنية
Loading...
ঘুম ঘুম দুচোখে তোমার,
কাহার মোহ কাহার মায়া?
উজাড় করা ভাবনা গুলো,
ঘুম উদাসী, রাত্রি জাগা ।
ঘুম ঘুম দুচোখে তোমার,
কাহার মোহ কাহার মায়া?
অনাগত ইচ্ছে গুলো,
নিয়ম ভেঙে বাঁধন হারা ।
আগলে রাখা মনের ভেতর
নতুন কিছু আশা,
আড়াল করে, মনের ভুলে … হাসা ।
কাহার নামে, বন্দি খামে,
গল্প গুলো রাখা?
ভবঘুরে মন, স্বপ্ন বুনে,
মেশে আবেগে … ।
কোনো বর্ষা ভেজা ভোরে,
দেখছো আকাশ জানালা ধরে ।
كلمات أغنية عشوائية
- m20 la zone - les rat de la zone كلمات أغنية
- stu stone - stucci gang كلمات أغنية
- nocturnal bloodlust - unbreakable كلمات أغنية
- fishball - kiki كلمات أغنية
- kaze (rus) - первый (first) كلمات أغنية
- gary shearston - stirling-o كلمات أغنية
- michele pillar - a bruised reed (he will not break) كلمات أغنية
- pedro mariano - labirinto كلمات أغنية
- young dolph - cross country كلمات أغنية
- urltv - aye verb vs. geechi gotti كلمات أغنية