
recall - etota bhalobashi كلمات أغنية
Loading...
যখন নিঝুম রাতে সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে ঝিঁঝিঁরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি
যখন নিঝুম রাতে সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে ঝিঁঝিঁরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি
এ কি অপরূপ সুন্দরতার স্বপ্নের বর্ষা রাতে
আমি ভিজে ভিজে মরি মিছে
মগ্ন প্রভাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নূপুর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরিত
আমি সূর্যের আলো হয়ে
তোমার চলার পথে
ছায়া হয়ে তোমায় দেখি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি
كلمات أغنية عشوائية
- mermaid kiss - the city of clouds (qway-lin) كلمات أغنية
- bella ćwir - cute كلمات أغنية
- equilíbrio - monopólio do rap كلمات أغنية
- alkaline - nah tell yuh كلمات أغنية
- royal'z (mn) - na na princess كلمات أغنية
- howlong wolf - turn off the light again كلمات أغنية
- elsinore - residential weather كلمات أغنية
- rachel ts - el brindis كلمات أغنية
- the marshal project - lay it all on me now كلمات أغنية
- jaimi faulkner - berlin كلمات أغنية