recall - ekhono كلمات الأغنية
Loading...
মুখরিত কোনো রাতের শেষে
ভ্রান্ত এই মন অপূর্ণতায় পুড়ে
অলিক কিছু কল্পনাতে বিভোর
অধীর এখন ক্লান্ত ভীষণ
থমকে থাকে ভোর.
বিষন্নতায় রোদেলা ভোরে
অবুঝ এই মন জেগে রয়
অবাক চোখে আটকে থাকে ক্রোধ…
সীমিত সময়ের তোমার এই স্বর্গতে
তুমি কার মাঝে কে?
ভুলে থাকে তোমাকে?
নতুন দিনের আশাতে
বিষন্ন সেই রাতের
অপেক্ষা প্রভাতের
দুচোখ জুড়ে
করো জুড়ে
প্রতিশ্রুতি ছিল যত তোমার
কেনা সুখে বিলীন হবে
নিভে যাবে রোদ…
كلمات أغنية عشوائية
- bakermat - joy كلمات الأغنية
- shy eye - interlude: autumn wind كلمات الأغنية
- lil lano - chrome hearts كلمات الأغنية
- andrea blanc - vieni con me كلمات الأغنية
- neon casket - drowning كلمات الأغنية
- seb - f**k it, i'm the man كلمات الأغنية
- aaron taos - the love still shows كلمات الأغنية
- okaymar - freeway كلمات الأغنية
- xhulooo - knotz كلمات الأغنية
- tally marks (mista mistter) - metamorphosis (parts 1 to 3) كلمات الأغنية