recall - charidikey كلمات الأغنية
Loading...
চারিদিকে,
যেন এক স্বপ্ন ঘোর ।
তোমার আমার ভালবাসার খবর,
কি যেন কি আছে লেখা
আধো আলো-ছায়ায় ডোবা, এই প্রহর ।
তোমাতেই মন মিলে মিশে একাকার… ।
কতোগুলো ভোর তোমার সাথে দেখা,
তোমায় ভেবে লেখা কোন কবিতায় ।
আমার শিহরণেও তোমাকেই পাওয়া,
তোমার স্পর্শে হারিয়ে গেছি।
তোমার আমার সুরে,
অপার এই মন ঘুরে,
দূরে আবার নতুন করে
নিভৃত সব ইচ্ছেগুলো
তোর কামনায় পুড়ে ।
كلمات أغنية عشوائية
- daniel flórez - aquel recuerdo كلمات الأغنية
- degarmo and key - fill me, lord كلمات الأغنية
- caitlyn scarlett - possession of a weapon كلمات الأغنية
- short (rc) - the letter d كلمات الأغنية
- ian hopeless - shambala (интро) كلمات الأغنية
- ytfg - the meat (the race remix) كلمات الأغنية
- oral bee - en bitch & en pistol كلمات الأغنية
- run the jewels - 36 inch chain (live from sxsw / 2015) كلمات الأغنية
- celtic thunder - in the bleak mid-winter كلمات الأغنية
- st woods - my side كلمات الأغنية