
recall - charidikey كلمات أغنية
Loading...
চারিদিকে,
যেন এক স্বপ্ন ঘোর ।
তোমার আমার ভালবাসার খবর,
কি যেন কি আছে লেখা
আধো আলো-ছায়ায় ডোবা, এই প্রহর ।
তোমাতেই মন মিলে মিশে একাকার… ।
কতোগুলো ভোর তোমার সাথে দেখা,
তোমায় ভেবে লেখা কোন কবিতায় ।
আমার শিহরণেও তোমাকেই পাওয়া,
তোমার স্পর্শে হারিয়ে গেছি।
তোমার আমার সুরে,
অপার এই মন ঘুরে,
দূরে আবার নতুন করে
নিভৃত সব ইচ্ছেগুলো
তোর কামনায় পুড়ে ।
كلمات أغنية عشوائية
- aldrch - little bit of liquor كلمات أغنية
- az1x - lost in chicago كلمات أغنية
- cursed - if you ain't trill كلمات أغنية
- kizu - 悪い夢(warui yume) كلمات أغنية
- bk26 - demedi deme كلمات أغنية
- blessd - condenado al exito كلمات أغنية
- jonatan (pol) - opium كلمات أغنية
- g west - mia كلمات أغنية
- kassi ashton - the stars know كلمات أغنية
- drxvegitoz - demotion كلمات أغنية