recall - ashokto كلمات الأغنية
Loading...
একটু একটু করে নাও আমার চিন্তা,
একটু একটু করে মেশ আমার শিরায়,
আমায় ডুবিয়ে যাও তোমার মায়াজালে,
কেউ যেন না দেখে।
আমি শিহরণে বুঝে নেবো তোমায়,
চেনা অনুভূতি গুলো হবে এবার অচেনা।
কত দূর এই পথ পাড়ি দিলে তোমার সীমা?
আমার অঙ্গীকার গুলো তোমার কাছে হেরে যায়।
ওপারে আকাশ আলোকিত,
মেঘের আড়ালে আমাকে রেখে যায়,
সেখানে করো স্বপ্নে বিভোর,
নিরব আমার এই প্রার্থনা আমায় পাওয়ার।
আমাকে ডুবিয়ে যাও তোমার আসক্তিতে।
كلمات أغنية عشوائية
- 타코앤제이형 - 몇 시에 퇴근해 (with 임동현) كلمات الأغنية
- custodian - gay friend (interlude) كلمات الأغنية
- gamal gandhi feat. john swtmrtbk & dexfa - nelpon kamu كلمات الأغنية
- alan pineda - si soy infiel كلمات الأغنية
- moonlet - tears كلمات الأغنية
- uplink feat. liljaa - scars كلمات الأغنية
- netherfriends - we are all fuck boys كلمات الأغنية
- vodka juniors - no rest كلمات الأغنية
- a.d.e manuhutu p.d.t. - sobat dari galilea كلمات الأغنية
- uhqqow - who want$? كلمات الأغنية