
recall - ashokto كلمات أغنية
Loading...
একটু একটু করে নাও আমার চিন্তা,
একটু একটু করে মেশ আমার শিরায়,
আমায় ডুবিয়ে যাও তোমার মায়াজালে,
কেউ যেন না দেখে।
আমি শিহরণে বুঝে নেবো তোমায়,
চেনা অনুভূতি গুলো হবে এবার অচেনা।
কত দূর এই পথ পাড়ি দিলে তোমার সীমা?
আমার অঙ্গীকার গুলো তোমার কাছে হেরে যায়।
ওপারে আকাশ আলোকিত,
মেঘের আড়ালে আমাকে রেখে যায়,
সেখানে করো স্বপ্নে বিভোর,
নিরব আমার এই প্রার্থনা আমায় পাওয়ার।
আমাকে ডুবিয়ে যাও তোমার আসক্তিতে।
كلمات أغنية عشوائية
- seilt - пробелы (spaces) كلمات أغنية
- princess luna - le futur de luna كلمات أغنية
- meet your maker - cowards كلمات أغنية
- thermos cardy - do i get a halo كلمات أغنية
- jordan firstman - i cry when i masterbate كلمات أغنية
- d3, abugat & apl - moonwalk كلمات أغنية
- woodstock mountains revue - killing the blues كلمات أغنية
- ames - where i am كلمات أغنية
- graforréia xilarmônica - fúlvio sillas كلمات أغنية
- yung seventeen - cash call كلمات أغنية