
rb. munad feat. nilam shen - ojosro kabbo كلمات أغنية
Loading...
অজস্র স্বপ্নের ভিরে তোমায় দেখি আজ,
আমার সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস।
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা,
অফুরন্ত ভালবাসা নিয়ে তোমার অপেক্ষায় থাকা।
জানি তুমি ফিরে আর তাকাবেনা, নেই কোন পিছুটান,
ফিরে আসবে তুমি আমার কাছে কোন এক আহবানে।।
ভালবাসি তোমায় অবিরত, থাকতে চাই তোমার পাশে,
ছায়ার মত হয়ে আরেকটি বার ফিরে আসতে,
আজ তুমি নেই আমার পৃথিবীতে,
তোমায় নিয়ে স্বপ্ন আমার বিপরীতে,
জানি তুমি ফিরে আর তাকাবেনা, নেই কোন পিছুটান,
ফিরে আসবে তুমি আমার কাছে কোন এক আহবানে ।।
চলে যাবে যদি চলে, কেন এসেছিলে
যাচ্ছ চলে দূর্রে, বহুদুরে
যাচ্ছে ভেঙ্গে স্বপ্নগুলো ধীরে ধীরে,
জানি তুমি ফিরে আর আসবেনা এই আমাতে
জানি তুমি ফিরে আর তাকাবেনা, নেই কোন পিছুটান,
ফিরে আসবে তুমি আমার কাছে কোন এক আহবানে,।
كلمات أغنية عشوائية
- pretty girls make graves - chemical, chemical كلمات أغنية
- pretty girls make graves - ghosts in the radio كلمات أغنية
- pretty girls make graves - blue lights كلمات أغنية
- pretty girls make graves - the teeth collector كلمات أغنية
- pretty girls make graves - the grandmother wolf كلمات أغنية
- pride glory - torn & tattered كلمات أغنية
- priestess - lay down كلمات أغنية
- priests - pie jesu كلمات أغنية
- prima j - gotta lotta كلمات أغنية
- pretty girls make graves - holy names كلمات أغنية