ranajoy bhattacharjee - adure din كلمات الأغنية
তুমি হয়তো বহুদূর, তবু তোমার কথার সুর
দেখো বাজছে আমার বেসুরো জীবনে
তুমি কোথায় নিরুদ্দেশ, তবু তোমায় ছোঁয়ার রেশ
আমার একলা জীবন মুহূর্তরা জানে
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে পারলি না তো ছুঁতে তুই আর একটা দিন
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড় আশায় চোখ বুজি
ভাবি নামবে দু’চোখ জুড়ে সেই আদুরে দিন
ফিরে ফিরে আসে ঢেউ, ছায়ারাও হচ্ছে বড়
ঝিনুকের মতো দিন কুড়িয়েও দেখতে পারো
এ ঘরের গভীরে, নোনা ধরা শরীরে
এক মুঠো রোদ্দুর বহুদূর হয়ে থাকো তুমি
এই মেঘলা মনের গান, আমার বড্ড অভিমান
তাকে ঘুম পাড়াবো স্বপ্ন আসবে বলে
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে পারলি না তো ছুঁতে তুই আর একটা দিন
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড় আশায় চোখ বুজি
ভাবি নামবে দু’চোখ জুড়ে সেই আদুরে দিন
ছেঁড়া ছেঁড়া রাত_দিন, পিয়ানোর সাদাকালো
বেহিসেবি আঙুলে সংসারী সুর তোলো
খুব চেনা সেই সুর, ভেজা ভেজা রোদ্দুর
দু’চোখে হ্যামেলিন হয়ে রাতদিন খেলা করে
কবে, কোথায় এটার শেষ, আমার ভাবতে লাগে বেশ
আমার মেঘের বৃষ্টি হয়তো তোমার চোখে
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে পারলি না তো ছুঁতে তুই আর একটা দিন
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড় আশায় চোখ বুজি
ভাবি নামবে দু’চোখ জুড়ে সেই আদুরে দিন
كلمات أغنية عشوائية
- indigo sparke - pluto كلمات الأغنية
- ap el talentoso - me arrepiento كلمات الأغنية
- tallah - for the recognition كلمات الأغنية
- october burns black - divide and conquer كلمات الأغنية
- abandoned - see you at the end كلمات الأغنية
- hxndro & daboyvonn - demon talk كلمات الأغنية
- тони раут (toni raut) - slow mo كلمات الأغنية
- david bayu - it's ok for me now كلمات الأغنية
- 王菀之 (ivana wong) - 把戲 (tricks) كلمات الأغنية
- san kastronovo - frenesí كلمات الأغنية