
raj thillaiyampalam feat. hridoy khan - phire to pabona كلمات أغنية
শিরোনামঃ ফিরে তো পাবো না
সুর ও সংগীতঃ রাজ থিলিয়ামপালাম/ হৃদয় খান
কন্ঠঃ হৃদয় খান
এলবামঃ ফিরে তো পাবোনা ২০১৬
কি ভুলে গেছো ভুলে আমায় আড়ালে একা
হৃদয়ে দেয়াল তুলে তোমার হারালে কথা
আমার আকাশে আজ বরিষরন,
কালো মেঘে ঢাকা এ মন।
ফিরে-তো পাবোনা তোমাকে কভু আর,
হবে না তুমি-তো আমার।
খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,
খোজে তোমাকে বারেবার।
কেন হলো এমন, ভেঙ্গে দিলে এ মন।
ফেলে গেলে শুদুরে,
এত ভালবাসা মনের যত আশা হারিয়ে গেলো কোনো ঝড়ে।
দু-চোখ খুজে আলোর-ই রেখা,
নেই তোমার দেখা।
ফিরে-তো পাবোনা তোমাকে কভু আর,
হবে না তুমি-তো আমার।
খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,
খোজে তোমাকে বারেবার।
ক্ষমা করো মোরে ভালবাসা দূরে, শরে গেলে অবহেলায়।
ভালবাসা জানি মিছে আসা মানি, মন ভাঙ্গার খেলা।
কি সুখ পেলে তুমি বল না,
আমায় করে ছলনা।
ফিরে-তো পাবোনা তোমাকে কভু আর,
হবে না তুমি-তো আমার।
খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,
খোজে তোমাকে বারেবার।
কি ভুলে গেছো ভুলে আমায় আড়ালে একা
হৃদয়ে দেয়াল তুলে তোমার হারালে কথা
আমার আকাশে আজ বরিষরন,
কালো মেঘে ঢাকা এ মন।
ফিরে-তো পাবোনা তোমাকে কভু আর,
হবে না তুমি-তো আমার।
খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,
খোজে তোমাকে বারেবার।
ফিরে-তো পাবোনা তোমাকে কভু আর,
হবে না তুমি-তো আমার।
খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,
খোজে তোমাকে বারেবার।
كلمات أغنية عشوائية
- banda sinaloense ms de sergio lizárraga - que fuimos كلمات أغنية
- maikel delacalle - cadenas* كلمات أغنية
- ansu - organisch كلمات أغنية
- vancodeine - marche كلمات أغنية
- acxdc - blood كلمات أغنية
- o.v. wright - born all over كلمات أغنية
- yo yo honey singh - tanning كلمات أغنية
- zacifry - pull up, skit كلمات أغنية
- porta one - vollblutverpeiler كلمات أغنية
- blueface - dirty كلمات أغنية