raghav chatterjee - bhul korechi كلمات الأغنية
রঙ মশাল, আমিও পুড়ে যাবো এইভাবে
এই আলো কতদূর পৌঁছবে
মুখচোরা, আমিও জানি চোখ এড়াতে
খুঁজতে বেরোই ঘুম সেই মাঝরাতে
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ?
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝে না…
ভুল করেছি, ভুল করেছি,
আমি জানি…
কেউ বুঝবে না, এই বুক জুড়ে,
কতখানি…
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয় টা ভীষণ পাই
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
রাস্তা পার, পারেনি করতে দু পা আমার
চিন্তাগুলো ভাষা পায়নি আর
যা কিছু ভেবেছি আমি জীবনে
তোদের কথাই প্রথম এই মনে…
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ?
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝে না…
ভুল করেছি, ভুল করেছি,
আমি জানি…
কেউ বুঝবে না, এই বুক জুড়ে,
কতখানি…
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয় টা ভীষণ পাই
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
ভুল করেছি, ভুল করেছি,
আমি জানি… (আমি জানি)
কেউ বুঝবে না, এই বুক জুড়ে,
কতখানি… (কতখানি)
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয় টা ভীষণ পাই
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
ভুল করেছি, ভুল করেছি,
আমি জানি… (আমি জানি)
কেউ বুঝবে না, এই বুক জুড়ে…
كلمات أغنية عشوائية
- ifloss - acid lips كلمات الأغنية
- pimp flaco & dillom - do re mi كلمات الأغنية
- benny blasé - i can't be here كلمات الأغنية
- young lace - lil secret كلمات الأغنية
- porretas - la del futbol كلمات الأغنية
- sazhin weed - выше (turn up) كلمات الأغنية
- electric six - the opener كلمات الأغنية
- lil wayne - stunt when i see you كلمات الأغنية
- sharon suliman - level up كلمات الأغنية
- fernanda maia - o baile كلمات الأغنية