
raghav chatterjee - bhul korechi كلمات أغنية
রঙ মশাল, আমিও পুড়ে যাবো এইভাবে
এই আলো কতদূর পৌঁছবে
মুখচোরা, আমিও জানি চোখ এড়াতে
খুঁজতে বেরোই ঘুম সেই মাঝরাতে
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ?
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝে না…
ভুল করেছি, ভুল করেছি,
আমি জানি…
কেউ বুঝবে না, এই বুক জুড়ে,
কতখানি…
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয় টা ভীষণ পাই
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
রাস্তা পার, পারেনি করতে দু পা আমার
চিন্তাগুলো ভাষা পায়নি আর
যা কিছু ভেবেছি আমি জীবনে
তোদের কথাই প্রথম এই মনে…
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ?
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝে না…
ভুল করেছি, ভুল করেছি,
আমি জানি…
কেউ বুঝবে না, এই বুক জুড়ে,
কতখানি…
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয় টা ভীষণ পাই
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
ভুল করেছি, ভুল করেছি,
আমি জানি… (আমি জানি)
কেউ বুঝবে না, এই বুক জুড়ে,
কতখানি… (কতখানি)
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয় টা ভীষণ পাই
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
ভাবতে পারিনা, ভাবতে পারিনা
ভুল করেছি, ভুল করেছি,
আমি জানি… (আমি জানি)
কেউ বুঝবে না, এই বুক জুড়ে…
كلمات أغنية عشوائية
- wwg - '94 كلمات أغنية
- jesto - ill mind of كلمات أغنية
- sore losers - tripper كلمات أغنية
- wasted nation - snap كلمات أغنية
- d-lain - rise up! كلمات أغنية
- crooked i - g's us كلمات أغنية
- neo - human frontier كلمات أغنية
- (n1nth)cloud - after time كلمات أغنية
- fknant - asylum كلمات أغنية
- colin hanlon - i love you because كلمات أغنية