
rabindranath tagore - bhalobese sakhi كلمات أغنية
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
আমার পরাণে যে গান বাজিছে
তাহার তালটি শিখো—
তোমার চরণ মঞ্জীরে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি—
তোমার প্রাসাদ প্রাঙ্গণে
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী—
তোমার কনককঙ্কণে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো—
তোমার অলকবন্ধনে
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো—
তোমার ললাটচন্দনে
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো—
তোমার অঙ্গসৌরভে
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো—
তোমার অতুল গৌরবে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
আমার পরাণে যে গান বাজিছে
তাহার তালটি শিখো—
তোমার চরণ মঞ্জীরে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
كلمات أغنية عشوائية
- hemerson pegasus - twerk كلمات أغنية
- radamiz - knuckles كلمات أغنية
- jonboi & pikkis - läpi aurinkolasien (feat. juno) كلمات أغنية
- wednesday 13 - ghost stories كلمات أغنية
- marvin gaye & mary wells - what's the matter with you baby كلمات أغنية
- movits! - röksignaler كلمات أغنية
- christian - quando nasce un amore كلمات أغنية
- mendi - śmieszy mnie to كلمات أغنية
- misstress bacon - xy كلمات أغنية
- döll - was mir auffällt كلمات أغنية