
rabi chowdhury - tumi ami ar brishti كلمات أغنية
দূরে তুমি অনেক দূরে
নিয়মের অন্য পাড়ে আজ,
ধরণী শুধুই সমাধি তোমার।
আমি শুন্যের বদ্ধ ঘরে
হৃদয়ে থেমে যাওয়া ঝড়,
স্মৃতি আজ মাটির চাদরে
দুটি দেহে একই ঘর।
ভুলিনি আমাদের এ বাঁধন
আকাশে তোমার ছবি,
আমি তাকিয়ে এখনো
বৃষ্টি কবর ভেজায় বলে,
সীমাহীন তোমার সাগরে
ডুবে চলেছি আজও
বৃষ্টি সেতো ভালবাসা
তোমার কবর ভেজায় বলে।
ভোরে তুমি প্রতি ভোরে
আমাতেই ওঠো জেগে আজ
জানি ফিরে আসবে না আবার।
আমি সত্য আগলে ধরে
হেটে যাই ক্রান্তির শহর,
আলো থেকে যাই আঁধারে
মিশে যাই তোমার ভেতর।
ভুলিনি আমাদের এ বাঁধন
আকাশে তোমার ছবি,
আমি তাকিয়ে এখনো
বৃষ্টি কবর ভেজায় বলে,
সীমাহীন তোমার সাগরে
ডুবে চলেছি আজও
বৃষ্টি সেতো ভালবাসা
তোমার কবর ভেজায় বলে ।
ভুলিনি আমাদের এ বাঁধন
আকাশে তোমার ছবি,
আমি তাকিয়ে এখনো
বৃষ্টি কবর ভেজায় বলে,
সীমাহীন তোমার সাগরে
ডুবে চলেছি আজও
বৃষ্টি সেতো ভালবাসা
তোমার কবর ভেজায় বলে।
كلمات أغنية عشوائية
- stezzyxl - back in time كلمات أغنية
- el fire - hungry كلمات أغنية
- krgkgm - pass this on كلمات أغنية
- kippensama - thoughts كلمات أغنية
- £luedd - я опять без тебя... 3 (((˖heroin˖exclusive˖))) كلمات أغنية
- cubbie & nouri - wo der wind weht كلمات أغنية
- lego skillz - sin remedio كلمات أغنية
- loona - hi high (japanese version) كلمات أغنية
- julianna riolino - isn't it a pity كلمات أغنية
- nobody (rap/michigan) - mous in da hous كلمات أغنية