kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

raafky - shudhu tomake كلمات الأغنية

Loading...

এসেছিলে কেনো জীবনে বলো
ভুলে যাবে যখন আমাকে
ভুমিহীনা কেনো মাঝরাতে বলো অশ্রু ভেজা চোখ থাকে

মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে

বলো ফিরে আসবে কী সেই দিন গুলো
হাসিমুখে তাকাতে তুমি আজ ভীষণ একা আমি
কেনো হারালে এতো দূরে
খুঁজে পাইনা তোমার ছবিও
তুমি চাইলেই পারতে আমাকে অন্ধকারে আলো দেখাতে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে

আমি প্রতি গানে প্রতি ছন্দে ভাবি তুমি ফিরে আসবে
না বলা কথা গুলো একে একে সব জানতে চাইবে
বড় কঠিন এই বাস্তবতা সে কখনো আমার হবে না
বুঝেও কেনো কিছু বুঝে না আমি এই পথে দিশেহারা

মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
মন খোৃজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে

লাগে মরেও মরিনি তাকে ভুলেও ভুলিনি
আমি ঠকেও শিখিনি ভালবাসা কী বুঝিনি
সে আমার হবে না কেনো মানতে তা পারিনা
সে হারালো বহুদুরে তার স্কৃতি কেন হারাই না

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...