raafky - shudhu tomake كلمات الأغنية
এসেছিলে কেনো জীবনে বলো
ভুলে যাবে যখন আমাকে
ভুমিহীনা কেনো মাঝরাতে বলো অশ্রু ভেজা চোখ থাকে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
বলো ফিরে আসবে কী সেই দিন গুলো
হাসিমুখে তাকাতে তুমি আজ ভীষণ একা আমি
কেনো হারালে এতো দূরে
খুঁজে পাইনা তোমার ছবিও
তুমি চাইলেই পারতে আমাকে অন্ধকারে আলো দেখাতে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
আমি প্রতি গানে প্রতি ছন্দে ভাবি তুমি ফিরে আসবে
না বলা কথা গুলো একে একে সব জানতে চাইবে
বড় কঠিন এই বাস্তবতা সে কখনো আমার হবে না
বুঝেও কেনো কিছু বুঝে না আমি এই পথে দিশেহারা
মন খোঁজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
মন খোৃজে শুধু তোমাকে তুমি ভুলে গেলে আমাকে
লাগে মরেও মরিনি তাকে ভুলেও ভুলিনি
আমি ঠকেও শিখিনি ভালবাসা কী বুঝিনি
সে আমার হবে না কেনো মানতে তা পারিনা
সে হারালো বহুদুরে তার স্কৃতি কেন হারাই না
كلمات أغنية عشوائية
- perl - it's a party! reprise كلمات الأغنية
- god dog - gd cypher 2 كلمات الأغنية
- cricket & numen - ëndrrat كلمات الأغنية
- cynthia luz - me abrace كلمات الأغنية
- hash blink - let you know كلمات الأغنية
- phyra - mi amor كلمات الأغنية
- atchi - limbo كلمات الأغنية
- vvs yc - habits كلمات الأغنية
- matan pinto - black haze كلمات الأغنية
- reno shaw - red brush كلمات الأغنية