kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

raafky - para, goli, moholla كلمات أغنية

Loading...

[intro]
পাড়া গলি মহল্লা
এই পাড়া গলি মহল্লা

[verse :1]
life হবে good, hip hop হবে future
beaf এ_ নুন চাই, after noon করি শিকার
ctg map এ_ এলে চিতা হবে গম
আমি গান বানাই 24 straight from chittagong
আমি clan তোদের উঠাই দিবো আসমানের উপরে
আমার প্রাপ্য হক টা ছিনে নিবো জমিনের ভিতরে
শুনি hip hop এ লাভ কী raafky নামে সেইটা রেখেছি
bro rough আমার কর্মকাণ্ড সিন্ডিকেট সব চিনেছি
আর হয়েছি strong এখন strong করবো pillar টা
ভক্তরা মাজার খুঁজে আমায় খুজে leader রা
রাজনীতি রাজ্যের নীতি, নীতি পঁচাই টোকাইরা
scene এ_ আমি তোর আগের তুই brand কে trend চিনাইস না
hip hop যাবে peak নাম্বার ৮ সিমানা
৮ নাম্বার word এন্ডে আষ্ট ডইল্লে তামাশা
পারি দে আষ্ট মাইল তুই আমি, আমি তোর কেউ না
i heard that joke scene টা করবে নাকি টোকাইরা

[chorus]
এই পাড়া গলি মহল্লা প্রমান আমার সফর টার
সফর ছিলো tough হয়লাম rough নিলাম দখলটা
পাড়া গলি মহল্লা, এই পাড়া গলি মহল্লা
এই পাড়া গলি মহল্লা প্রমান আমার সফর টার
সফর ছিলো tough হয়লাম rough নিলাম দখলটা
পাড়া গলি মহল্লা, এই পাড়া গলি মহল্লা
[verse : 2]
roar করি mic এ, চাঁটগা rap এর pillar
দিবো street knowledge গানে, আমি lyrically healer
বাজি solo করে follow আমার কাজ করে copy এরা
ctg compton competition সব gone
দরজা টা খুলবো যেইটাই আছে hip_hop বন্দি পরে
২০১৫ থেকে করছি hip_hop বন্দি খেয়ালে
সময় যাই খারাপ কিন্তু খারাপ জীবনের চাওয়া না
street থেকে শিখি, খোলা আকাশ আমার সিমানা
ভেজাল যখন ঘরে তখন street লাগে paradise
joker গুলো rap করে sound এদের paralysed
যখন হলো realize সময় গেলো ছুটে
আমি কাটা হাতে ফিরলাম যখন গেলাম ফুল ছুঁতে
আমি baggy গায়ে shady রুপে আর এরা suite এ
আমি rapper মারি wrap করি আর এরা লুটে
পরিচয় লাগে না tone শুনেই বুঝে
এইটা rough, দিবে tough, বুকে cough, জঙল সাফ

[chorus]
এই পাড়া গলি মহল্লা প্রমান আমার সফর টার
সফর ছিলো tough হয়লাম rough নিলাম দখলটা
পাড়া গলি মহল্লা, এই পাড়া গলি মহল্লা
এই পাড়া গলি মহল্লা প্রমান আমার সফর টার
সফর ছিলো tough হয়লাম rough নিলাম দখলটা
পাড়া গলি মহল্লা, এই পাড়া গলি মহল্লা
[outro]
পাড়া গলি মহল্লা, এই পাড়া গলি মহল্লা
পাড়া গলি মহল্লা, এই পাড়া গলি মহল্লা
পাড়া গলি মহল্লা, এই পাড়া গলি মহল্লা
পাড়া গলি মহল্লা, এই পাড়া গলি মহল্লা
(rep করি local scene)

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...