kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

raafky - mitthe كلمات الأغنية

Loading...

রাত যত গভীরে যাই হারাই আমি তোমার স্বপ্নে
ঘুম ভাঙলেই তুমি নেই আর অজান্তে এই চোখ টা ভিজে
সারাক্ষণ তোমার খোঁজে মন টা জানি না কি যে বুঝে
তুমি আমার হবে না জেনেও কলম টা কেনো সেই গল্প লিখে
দূরত্ব টা বেশি তবু কেনো তোমায় আমি দেখিনা
এসে যাই বর্ষা এসে যাই গ্রীষ্ম তবু কেনো তোমার দেখা মিলে না
মানুষ কথা দিয়ে রাখে না ভালবাসা কেনো ছলনা
এইটা না স্বপ্ন এইটাই বাস্তব তুমি আমার কখনো হবে না
আমার জীবন টাই সুখহীন কেমনে বোঝায় শব্দহীন
আমি অন্ধকারে বন্ধ থেকে দেখছি সব রঙিন
তোমার গল্পে হয়তো আমি ছিলাম খারাপ এক ছবি
কিন্তু মিথ্যে হলেও তুমি আমার গল্পটাই তুমি
দিন সব মনে পরে আজো থাকতাম দাঁড়িয়ে অপেক্ষায়
শেষ বার দেখলাম তোমার হাতে অন্যের হাত আর আমি নাই
আমি চিঠি টা ছিড়লাম যেইটা তোমার জন্য লিখা ছিলো
কেনো যে বলেছিলে কাল ঠিক এই সময়ে এসো

ছিলো সবই মিথ্যে আমি পারিনা তা ভাবতে
তুমি অন্যের সাথে হাসতে আমি যেতাম হাসি দেখতে
ছিলো সবই মিথ্যে আমি পারিনি তা বুঝতে
তুমি অন্যের অন্য কেউ তোমার গল্পে আমি ছিলাম দুঃস্বপ্নে

অতীতের স্মৃতি গুলো কেনো আজো কাঁদায় আমায়
অন্ধকার আপন আমার আলো সত্য দেখাই
আমি একলা হাটি বৃষ্টিতে আমার কষ্ট আমায় হাঁসায়
আজ একা আমি অতীতের সব বন্ধু গেলো ফাসায়
আমার গল্প গুলো সেইখানে পাবে যেইখানে কেউ শুনেনা
আমি বারে বারে খুঁজি তারে সে বুঝেও আমায় বুঝে না
আমার রাত গুলো জড়িয়ে কাটে হতাশা কে
আর বাকি দিন গুলো কাটে সব তার আশাতে
সত্য এইটাই যে সবাই ভালবাসবে স্বার্থের জন্য
তুমি আমি এক হবো আর চাই না কিছু বাঁচার জন্য
খুব চেনা গলি গুলো অচেনা কেনো মনে হয় আজ
তোমাকে ভেবেই পাচ্ছি আবারো ভাঙার আভাস
ব্যস্ততা ভুলাতে পারেনা তোমায় লাগে না মন কিছুতে
তুমি আজ এতো দূরে পারিনা তোমার হাতটা ছুঁতে
জীবনটা চলে যাবে সময়ের হাত ধরে
যাবে না স্মৃতি তোমার আমার সাথে দাফন হবে

ছিলো সবই মিথ্যে আমি পারিনা তা ভাবতে
তুমি অন্যের সাথে হাসতে আমি যেতাম হাসি দেখতে
ছিলো সবই মিথ্যে আমি পারিনি তা বুঝতে
তুমি অন্যের অন্য কেউ তোমার গল্পে আমি ছিলাম দুঃস্বপ্নে

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...