kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

raafky - ekla cholechi كلمات الأغنية

Loading...

[chorus]
দুই দিনের fame, চাইনা bro আমি চাই legacy
শিখেছি দুনিয়া আগন না তাই একলা চলেছি
দুই দিনের fame, চাইনা bro আমি চাই legacy
শিখেছি থাকবে না কেউ তোর পাশে তাই একলা চলেছি

[verse _ 1]
ছিলোনা কেউ তো পাশে, আর এসেছি নিজেরই দমে
সবাইতো বলতো ছাড় তুই hip_hop, এতে কী হবে
শুনি নাই দুনিয়ার কথা, আর ভেঙেছি দুনিয়ার এই প্রথা
ব্যাথা যা দিয়েছে আপন সব, পর কে আজ কে ভয় পাই বোকা
ভয় যে board যাবে, গেলো তা দুইবার ভয় ভেঙে (গেলো তা)
নিজেরই কবরে, নিজেরই ভুল আজ নিজেকে ভাই ডাকে
বায়নাতে আমার পরে ছিলো জীবন, ভুলে গেলাম আজও শ্বাস আছে
বিশ্বাস তত দিন, নিশ্বাস যত দিন, এই ধৈর্য্য ফল দিবে

[chorus]
দুই দিনের fame, চাইনা bro আমি চাই legacy
শিখেছি দুনিয়া আগন না তাই একলা চলেছি
দুই দিনের fame, চাইনা bro আমি চাই legacy
শিখেছি থাকবে না কেউ তোর পাশে তাই একলা চলেছি

[verse _ 2]
খারাপ সময়ে নিজেকে সামলালাম, নিজেকে বোঝালাম
সব তোর স্বপ্ন পূরণ হবে একদিন
max থাকি zone out, phone off, cause mood off তাই
solo এই rode _এ, চালু না ধিরে, সময় তো দেখে না ফিরে
জীবন টা কেমন, কখনো হাঁসায়, কখনো কাঁদায়, আবার কখনো ভাবাই
কেউ দেখবেনা ফিরে, এই ভাবনাতে আমি আজ নিজেকে থামায়
rip ab, সেই তুমি কেনো অচেনা হলে
পথ চেনা হলে, ফিরে দেখবে কখনো আমায়
[chorus]
দুই দিনের fame, চাইনা bro আমি চাই legacy
শিখেছি দুনিয়া আগন না তাই একলা চলেছি
দুই দিনের fame, চাইনা bro আমি চাই legacy
শিখেছি থাকবে না কেউ তোর পাশে তাই একলা চলেছি
দুই দিনের fame, চাইনা bro আমি চাই legacy
শিখেছি দুনিয়া আগন না তাই একলা চলেছি
দুই দিনের fame, চাইনা bro আমি চাই legacy
শিখেছি থাকবে না কেউ তোর পাশে তাই একলা চলেছি

[outro]
আমি চাই না এই fame, আমি চাই legacy
আমি চাই legacy
দুই দিনের fame আমি চাই না, আমি চাই legacy

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...