
qzzy slatt - heart attack كلمات أغنية
[intro: qzzy slatt]
oh_oh_oh
slatty on lean (oh_oh)
kulturelif3 (skrrt, skrrt)
kl3
(hey, arik!)
[verse 1: qzzy slatt]
সে ছিল আমার কাছে cigarette
আমি হয়ে গেলাম এখন ashtray
কোনো লাভ নেই করে এখন regret
আমার জীবন কাটতেসিল কষ্টে
সে খুঁজে এখন আমায়, আমায় কে পায়?
হারানো মানুষটা স্মৃতি হয়ে যায়
ভূমিকা তোমার শেষ
উপসংহার হয়ে থাকবে তুমি
এখন ডায়রীর পাতায়
এখন trap নিয়ে আমি থাকি busy
kl3 থাকায় কষ্ট ভুলে গেছি
এখন সে কেন আমায় কল দেয় বারবার
feelings গুলি আমি ফেলে দিসি
[chorus]
মনে থাকতে চেয়েছিলাম, পেয়েছি দুঃখ
তোমায় চেয়েছিলাম, পেয়েছি দুঃখ
না পাওয়ায় কেঁদেছি, পেয়েছি দুঃখ
আর পাই না দুঃখ, মন আমার রুক্ষ
জমে গিয়ে সব heart attack
হলো ভিতরটা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
জমে গিয়ে সব heart attack
হলো ভিতরটা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
[verse 2: alv33]
প্রেমের ভিতর আমি biginner
আমার কাছে তুমি trophy’র মতো
ফাঁসির মঞ্চে হবে শেষ ইচ্ছা
তুমি একদিন আমাকে একটু ভালোবাসো
যখন থাকি আমি high
তখন তুমি ছবির মত করে চোখে বাসো
রানীর মতো করে রাখতাম তোমাকে
ঘৃণা করি শুধু স্বপ্নে আসো
তুমি মিশে গেছো আমার vibe_এ
এখন কাউকে আনবো না আর life_ এ
এটা ছিল প্রেমে থাকা tri_angle
আছে অনেক মানুষ আমার side_এ
কেন আমার ছবি লাগাও my day
আমার ঘরে অভাব আছে light_এর
শুধু তুমি ছিলে আমার type_এর
তোমার গল্প বলি আমি mic_এ
[chorus: alv33]
তারপর ভালোবাসা দিল মিষ্টি দুঃখ
কিভাবে আর আমি jmp ঢুকবো
গল্প বলো তুমি সারারাত শুনবো
তোমার মনের কথা কিভাবে বুঝবো?
[post_chorus: alv33]
যোদ্ধা আমি করি জীবনের যুদ্ধ
সন্দেহ নাই আমার প্রেমটা শুদ্ধ
হারানোর পর তোমায় কিভাবে খুঁজবো
দুঃখী আমি কারণ দাও নাই উত্তর
[verse 3: alv33]
কলিজার ভিতরে জমেছে মেঘ
পাবো না তোমাকে বুকেতে ছেদ
ঘুম হয় না তাই আমি উঠি তো late
খুলবো না আর আমি হৃদয়ের gate
ভেঙে যায় মন আমার তোমাকে দেখে
ইচ্ছা হয় বিছানায় তোমাকে পেতে
ভাবি তোমার কথা অন্য এক date_এ
দেখি তোমার ছবির চাহিদা মেতে
[chorus: qzzy slatt]
মনে থাকতে চেয়েছিলাম, পেয়েছি দুঃখ
তোমায় চেয়েছিলাম, পেয়েছি দুঃখ
না পাওয়ায় কেঁদেছি, পেয়েছি দুঃখ
আর পাই না দুঃখ, মন আমার রুক্ষ
থাকতে চেয়েছিলাম, পেয়েছি দুঃখ
তোমায় চেয়েছিলাম, পেয়েছি দুঃখ
না পাওয়ায় কেঁদেছি, পেয়েছি দুঃখ
আর পাই না দুঃখ, মন আমার রুক্ষ
[verse 3: raiyan]
আমার স্মৃতি হারিয়ে গেলেও আমার মনে থাকবে তোমাকে
আমি মরে গেলে তুমি দেখা দিও রোজ বিকেলে আমার কবরে
আমি তোমার জন্য দাঁড়িয়ে তুমি হাজির করো নিজেকে
আমি হেসে হেসে চলে যাবো আমার মাথায় পিস্তল ঠেকিয়ে
যদি কোনো এক ভোরে ঘুম থেকে উঠে দেখো আমি আর জেগে নেই
আমি মানুষ খারাপ আমার জন্য চোখের পানি ফেলে লাভ নেই
আমায় ক্ষমা করে দিও তুমি তোমার জন্য কিছুই করিনি
খুব চেয়েছিলাম একসাথে হবো তা কেন জানি হয়ে উঠেনি
এখন ঘরের এক কোনায় পড়ে থাকি
এটা বাঁচার মতো জীবন নাকি
[pre_chorus: raiyan]
যে জীবনে তুমি নেই
সে জীবন রেখে বলো লাভ টা কী?
ঘুরে ফিরে তোমার রাস্তাতে
তুমি পারো আমায় আটকাতে
ফিরিয়ে নাও তোমার দিকে
নয়তো হারিয়ে যাবো মাঝপথে
[chorus: qzzy slatt, alv33]
মনে থাকতে চেয়েছিলাম, পেয়েছি দুঃখ
তোমায় চেয়েছিলাম, পেয়েছি দুঃখ
না পাওয়ায় কেঁদেছি, পেয়েছি দুঃখ
আর পাই না দুঃখ, মন আমার রুক্ষ
তারপর ভালোবাসা দিল মিষ্টি দুঃখ
কিভাবে আর আমি jmp ঢুকবো
গল্প বলো তুমি সারারাত শুনবো
তোমার মনের কথা কিভাবে বুঝবো?
জমে গিয়ে সব heart attack
হলো ভিতরটা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
জমে গিয়ে সব heart attack
হলো ভিতরটা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
كلمات أغنية عشوائية
- overmono - gfortune كلمات أغنية
- montana99 - i can't كلمات أغنية
- diomedes chinaski - malditos acordes كلمات أغنية
- electric needle room - james polk كلمات أغنية
- g.c. cameron - all in love is fair كلمات أغنية
- i still hate society. - »btw, ich bin illuminat« كلمات أغنية
- m waves - shine (freestyle) كلمات أغنية
- various artists - tjing tjang tjing كلمات أغنية
- milla jovovich - has anybody seen my girl? كلمات أغنية
- kudokushi - pain كلمات أغنية