
q4 - koishor كلمات أغنية
Loading...
জীবন যখন ছুটে চলে
নদীর মত
মেঘ যখন বৃষ্টি ঝরায়
ব্যস্ত নগরে
ফিরে যেতে চাই আবার
ফেলে আসা কৈশরে
আমার খেলার মাঠ
আর লাল নীল ঘুড়ি
আমার সেই বিকেল
বন্ধুদের আড্ডায়
জানি ফিরে যাওয়া যাবে না আর
আগের মত…
সময় যখন দুখের মিছিলে
একাকী গান গায়
রাত যখন কষ্টের উৎসবে
কেঁদে কেঁদে যায়
ফিরে যেতে চাই আবার
ফেলে আসা কৈশরে
আমার খেলার মাঠ আর
লাল নীল ঘুড়ি
আমার সেই বিকেল
বন্ধুদের আড্ডায়
জানি ফিরে যাওয়া যাবে না আর
আগের মত…
মনে পড়ে তোমাকে
প্রতিটি গান শেষে
মনে পড়ে তোমাকে
হারানো গল্পে গল্পে
দেখা হবে
দিন শেষে স্বর্গে
কথা হবে
চোখে চোখ রেখে…
كلمات أغنية عشوائية
- the kickstands - how hard i fell كلمات أغنية
- 竹内まりや (mariya takeuchi) - 待っているわ (matteruwa) (romanization) كلمات أغنية
- dudek p56 - stop pdf كلمات أغنية
- shooter lot - ride for my niggas كلمات أغنية
- lucas donovan - jedi mind tricks كلمات أغنية
- adrian macéus - kär nån annanstans كلمات أغنية
- idjit - reason كلمات أغنية
- tribe 8 - 1 party 2 many كلمات أغنية
- bandanna$aint - track meet كلمات أغنية
- absent me - 2wenty1 كلمات أغنية