kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

purba dam - pantha tumi, panthajoner sokha he كلمات أغنية

Loading...

প্রিল্যুড

পান্থ তুমি, পান্থজনের সখা হে,

পথে চলাই সেই তো তোমায় পাওয়া
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
ইন্টারল্যুড
চায় না সে জন পিছন-পানে ফিরে,
বায় না তরী কেবল তীরে তীরে,
তুফান তারে ডাকে অকূল নীরে
যার পরানে লাগল তোমার হাওয়া
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া
পান্থ তুমি, পান্থজনের সখা হে
ইন্টারল্যুড
পান্থ তুমি, পান্থজনের সখা হে
পথিক-চিত্তে তোমার তরী বাওয়া
দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে
তার চাওয়া যে তোমার পানে চাওয়া
বিপদ বাধা কিছুই ডরে না সে,
রয় না পড়ে কোনো লাভের আশে,
যাবার লাগি মন তারি উদাসে
যাওয়া সে যে তোমার পানে যাওয়া
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
পথে চলাই সেই তো তোমায় পাওয়া
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া
পান্থ তুমি, পান্থজনের সখা হে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...