prosen - tor jonnyo كلمات الأغنية
Loading...
তোর জন্য চিঠির দিন
খুশির comics বই
মাধ্যমিকের বাধ্য মেয়ে
তোকে ছোঁব সাধ্য কই?
তোর জন্য গলির পথ
বিকেল ছুটির ইস্কুল
তোর জন্য চ্যাপ্টা ফুল
আর আমার জন্য ভুল
তোর চোখের রঙ
যেন রামধনু গল্প বানায়
ফিরে তাকাস বরং
যদি রোদ পড়ে চোখের ডানায়
ভেবে কত কি যে যাই
জানি এ বোকামি আমাকে মানায়
তোকে নিয়ে ভিজে যাই
একা পথ হাঁটি মেঘলা ছাতায়
তোর জন্য পাখির ঠোঁট
মিষ্টি রঙীন জল
তোর জন্য ইচ্ছেরা
দেখ উড়ছে অনর্গল
তোর জন্য ঘুড়ির গান
অবাক এক ফানুস
পকেটভর্তি ক্যাবলামি
খুব মস্ত বীরপুরুষ
তোর জামার বোতাম
কেন রোদ মাখে অচেনা পাড়ায়!
তোর মিঠে ডাকনাম
হাসি হাসিগুলো কষ্ট বাড়ায়
সাদা যেটুকু কাগজ
মন তাই নিয়ে নৌকো বানায়
তোকে খুঁজে চলি রোজ
গোবেচারা বলে বন্ধু পাতায়
كلمات أغنية عشوائية
- vsoul x mck x obito x ronboogz x boyzed - buồn hay vui كلمات الأغنية
- nora hildei - blue tide كلمات الأغنية
- significance - it's hard to please them, when their hatred is premeditated كلمات الأغنية
- s3nta - mylife (prod. abysshund) كلمات الأغنية
- andjelic - klasa كلمات الأغنية
- cameron speirs - reflection كلمات الأغنية
- hugh f - the horse is way too high كلمات الأغنية
- agtha - it hurts (extended) كلمات الأغنية
- feofilov - cybertruck كلمات الأغنية
- james mcnair - fly on the wall كلمات الأغنية