kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

promise.1649c - nokol lyrics

Loading...

[chorus]
ত্রি_অদৃশ‍্য না হোক কিছু নকল আর
ত্রি_অদৃশ‍্য না হোক কিছু নকল আর (yeah)
নকল আর
আর নকল আর (whaa)
নকল আর
আর নকল আর

[verse]
খারাপ আমার মন মন মন (ah, ah_ah_ah)
খারাপ আর তার মন মন মন (oh, oh_oh_oh)
একটু অন‍্য কোথাও নিয়ে যেতে চাইছি আমি পৃথিবীর মানুষকে
আমার রক্ত শুন‍্য দেহ তার মাটিতে, আমায় নিয়ে আর কি তুমি ভাবলে? (ভাবলে)
শেষ না হোক আর তার আশির্বাদ (yeah)
শেষ না হোক আর তার অভিশাপ
দেখতে আমি চাই নি কোনো অন‍্য cage
ভাঙলাম চারটে cage, i got অন‍্য rage
সে প্রার্থনা করল একটা rockstar s_x
আমার কানে চারটে খবর টাটা করলাম zero friends
আমার মনে হয় আর সময়, সময়
আমার কিছু ভুল আর না হয় না হয়
নিয়ে কিছু ভুল আর মলয় মলয়
রাত্রি থেকে দিন এটা সময় সময়
তোমার বাড়ির কিছু শব্দ আর (শব্দ আর)
আমার সৃতির কিছু অর্ঘ্য আর (yeah)
[chorus]
ত্রি_অদৃশ‍্য না হোক কিছু নকল আর
ত্রি_অদৃশ‍্য না হোক কিছু নকল আর (yeah)
নকল আর
আর নকল আর (whaa)
নকল আর
আর নকল আর

[verse 2]
আমি চিত্র আর
আমি বিশ্ব আর
এটা সৃষ্টি যার
এটা সৃষ্টি কার? (কার?)
আমি তার শরীর জুড়ে সাঁতার কাটার পরিকল্পনায়
আমি নিচ্ছি তার শরীর আর আত্মা পৃথিবীর কোথায়?
দৌড়ে চলেছে তাঁর শরীর এটা অকাল (এটা অকাল, yeah)
নিয়ে যাচ্ছি অন‍্য গ্রহে b_tch এটা অকাল (এটা অকাল)
তার শরীর আর (hmm)
আমার খাবার (hmm)
নিয়ে কোন আর
লাভ নেই আর (waah)
ঠিক এরকম নক্ষত্রে আর
দেখছি আমি খুব (wahh)
নিচ্ছি আমি অন‍্য রুপ আর দেখছি আমি ভুল

[chorus]
ত্রি_অদৃশ‍্য না হোক কিছু নকল আর (yeah)
ত্রি_অদৃশ‍্য না হোক কিছু নকল আর (yeah)
নকল আর (oh)
আর নকল আর (নকল সব)
নকল আর (নকল)
আর নকল আর

Random Lyrics

Hot Lyrics

Loading...