
promise.1649c - 2x dimension lyrics
[intro]
খুঁজি কারণে অকারণ
ওরা জানতে চায়নি আমার ধরন
কেউ আসছে আবার
আমার সামনে হঠাৎ
[verse 1]
শেষ দিন রাজি থাক আর যাবো আমরা সব আমরা up (im like b_tch what the f_ck)
আর like সাত দিন আছি আমি এখানে
একবার time travel করলাম আমি সকালে
ওদের death আমি দেখছি এখন অকালে
একটা 2x dimension আর আমার কপালে
আর different রকম powers আমি কথা বলতে চাই না internet_এ (oh_oh_oh_oh)
আর অনেক রকম colors দেখছি আমারা সবাই যাচ্ছি যখন জিতে (oh, oh_nah)
একবার, একবার শেষ তার, শেষ তার
বিন্দুমাত্র আমি bored
আর দিন শেষ কার আর
আমার স্বভাব কাটছে না আর আমার ঘোর
[chorus]
আমার পৃথিবী
আমি যা ইচ্ছা করবো এখানে
আমার শতাব্দী
আমি বাঁচবো 100%_এ
রাত বাড়লে আমরা হয়ে যাই হিংস্র আর
রাত থামলে আমারা হয়ে যাই শান্ত আবার
[verse 2]
আর আমি ফিরছি না, আর আমি ফিরছি না
এইখানে আমি আর আসছি না
সে জানতো কি, আর promise ভাবছে কি ?
আর আমার কর্তব্য check করা p_ssy টা sweet
[chorus]
আমার পৃথিবী
আমি যা ইচ্ছা করবো এইখানে
আমার শতাব্দী
আমি বাচবো 100%_এ
রাত বাড়লে আমরা হয়ে যাই হিংস্র আর
রাত থামলে আমারা হয়ে যাই শান্ত আবার
[outro]
খুঁজি কারণে অকারণ
ওরা জানতে চায়নি আমার ধরন
কেউ আসছে আবার
আমার সামনে হঠাৎ
আমি হাসছি আবার
অকারণে
Random Lyrics
- willie jones - runs in our blood lyrics
- laila garin e a roda - você passa eu acho graça lyrics
- mina - canto (anche se sono stonato) lyrics
- richard in your mind - shooting star lyrics
- jaunté jacobs - now lyrics
- chief keef - same (remix) lyrics
- billy marchiafava - 30 bitches lyrics
- ed bruce - mammas don't let your babies grow up to be cowboys lyrics
- ras godisoh x westleiigh - crocks na socks lyrics
- aemen - the day the angels cried lyrics