
prometheus - preyoshi كلمات أغنية
হৃদয় ভেঙে তুমি সুখী হতে চাও
হাত বদলে জীবন গোছাও
ধরনীর বুকে তুমি স্বর্গ ছুঁয়ে
নরকের বিষ স্বাদ আমায় দিলে
হৃদয় ভেঙে তুমি সুখী হতে চাও
হাত বদলে জীবন গোছাও
ধরনীর বুকে তুমি স্বর্গ ছুঁয়ে
নরকের বিষ স্বাদ আমায় দিলে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
রেখেছি খুব যতনে
রেখেছি খুব যতনে
জীবন রচনার সুচনা ও শেষ
তোমার কথা গুলো
বিষাদের মাঝে আনাগোনা করে
নিষ্প্রান দেহে নিথর হৃদয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
রেখেছি খুব যতনে
রেখেছি খুব যতনে
এখন একা থাকা শুধু একা একা
দেওয়াল ঘড়িতে শুধু একা থাকা
সময় চাকাতে চলে নিরবতা
অনেক ব্যার্থতা
এখন একা থাকা শুধু একা একা
দেওয়াল ঘড়িতে শুধু একা থাকা
সময় চাকাতে চলে নিরবতা
অনেক ব্যার্থতা
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
রেখেছি খুব যতনে
রেখেছি খুব যতনে
হৃদয় ভেঙে তুমি সুখী হতে চাও
হাত বদলে জীবন গোছাও
ধরনীর বুকে তুমি স্বর্গ ছুঁয়ে
নরকের বিষ স্বাদ আমায় দিলে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
كلمات أغنية عشوائية
- deer death - lydia كلمات أغنية
- orhan gencebay - efkar bastı gönlümü كلمات أغنية
- vácuo & rilha - neste mundo كلمات أغنية
- yung yury & damn yury - nwl كلمات أغنية
- jared evan - purple roses كلمات أغنية
- koyal - gravity كلمات أغنية
- tzuro - i think about u? كلمات أغنية
- karas'eldoubicameen4kov - diss on 4apaev 2 كلمات أغنية
- witto goom - keeper ov my heart كلمات أغنية
- superkitties - kittydale christmas cheer كلمات أغنية