
prometheus - preyoshi lyrics
হৃদয় ভেঙে তুমি সুখী হতে চাও
হাত বদলে জীবন গোছাও
ধরনীর বুকে তুমি স্বর্গ ছুঁয়ে
নরকের বিষ স্বাদ আমায় দিলে
হৃদয় ভেঙে তুমি সুখী হতে চাও
হাত বদলে জীবন গোছাও
ধরনীর বুকে তুমি স্বর্গ ছুঁয়ে
নরকের বিষ স্বাদ আমায় দিলে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
রেখেছি খুব যতনে
রেখেছি খুব যতনে
জীবন রচনার সুচনা ও শেষ
তোমার কথা গুলো
বিষাদের মাঝে আনাগোনা করে
নিষ্প্রান দেহে নিথর হৃদয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
রেখেছি খুব যতনে
রেখেছি খুব যতনে
এখন একা থাকা শুধু একা একা
দেওয়াল ঘড়িতে শুধু একা থাকা
সময় চাকাতে চলে নিরবতা
অনেক ব্যার্থতা
এখন একা থাকা শুধু একা একা
দেওয়াল ঘড়িতে শুধু একা থাকা
সময় চাকাতে চলে নিরবতা
অনেক ব্যার্থতা
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
রেখেছি খুব যতনে
রেখেছি খুব যতনে
হৃদয় ভেঙে তুমি সুখী হতে চাও
হাত বদলে জীবন গোছাও
ধরনীর বুকে তুমি স্বর্গ ছুঁয়ে
নরকের বিষ স্বাদ আমায় দিলে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
ও প্রেয়সী তোমার দারুন আদরে
হৃদয় গভীরে প্রনয়ে প্রলয়ে
كلمات أغنية عشوائية
- sammi lanzetta - ceiling mirror lyrics
- d'anthony lorenzo - thinking about u lyrics
- malan - busy bee lyrics
- ivy to fraudulent game - 青二才 (aonisai) lyrics
- ru music - что тебе нужно? (what you need?) lyrics
- lontalius - someone will be there for you lyrics
- lilrosewhip - i want a corvette lyrics
- ogf - fackwoods lyrics
- metro marrs - oh yea lyrics
- inabakumori - non-use lyrics