prometheus - jogonnather adda كلمات الأغنية
ছেড়ে দিতে ইচ্ছে করে সকল ব্যাস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডায়
ছেড়ে দিতে ইচ্ছে করে, সকল ব্যস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে, আবার বন্ধু আড্ডায়
বন্ধু তরা কই আই ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তরা কই আয় ফিরে আই
ফিরে চল আবার আড্ডায়।
জগন্নাথের সোনা ঝরা বিকেল
মনে পড়ে বন্ধু মনে পড়ে বিকেল
জগন্নাথের সোনা ঝরা বিকেল
মনে পড়ে বন্ধু মনে পড়ে বিকেল
নীল আকাশের নিচে চায়ের কাপে
আবার জমবে মেলা জগন্নাথে।
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়,
ছেড়ে দিতে ইচ্ছে করে, সকল ব্যস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডায়।
জীবনের পিছুটান করেছে ব্যাবধান
তাতে কি বন্ধু আবার গাইব গান
জীবনের পিছুটান করেছে ব্যবধান
তাতে কি বন্ধু, আবার গাইব গান
নীল আকাশের নিচে চায়ের কাপে
আবার জমবে মেলা জগন্নাথে
বন্ধু তরা কই আই ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
ছেড়ে দিতে ইচ্ছে করে সকল ব্যস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডায়
বন্ধু তরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়।
كلمات أغنية عشوائية
- s p o c k - wolf in the fold كلمات الأغنية
- s p o c k - the androids are here (mr. data version) كلمات الأغنية
- s p o c k - when we were humans كلمات الأغنية
- s p o c k - utopia كلمات الأغنية
- s p o c k - trouble with tribbles كلمات الأغنية
- s p o c k - time machine كلمات الأغنية
- s p o c k - they are here كلمات الأغنية
- s p o c k - take me to the stars كلمات الأغنية
- s p o c k - strange dimensions (energy version) كلمات الأغنية
- s p o c k - star pilot on channel k كلمات الأغنية